‘খেলা যখন’ শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন শেয়ার করলেন অরিন্দম শীল
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Sep 07, 2021 | 2:11 PM
Arindam Sil: কলকাতায় কয়েক দিন কাজের পর ওড়িশায় বেশ কয়েকদিন গোটা টিম নিয়ে শুটিং করলেন অরিন্দম। শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন-এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় সদ্য শেয়ার করেছেন অরিন্দম।
1 / 7
mimi
2 / 7
মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, হর্ষ ছায়া, জুন মালিয়া, বরুণ চন্দ, অলোকানন্দা রায়, অর্ণ মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা এই ছবিতে অভিনয় করছেন।
3 / 7
অনেকদিন পরে মিমির সঙ্গে কাজ করলেন অরিন্দম। ধনঞ্জয়-এর পর আর পরিচালক-নায়িকার এই জুটিকে দেখেননি দর্শক।
4 / 7
কলকাতায় কয়েক দিন কাজের পর ওড়িশায় বেশ কয়েকদিন গোটা টিম নিয়ে শুটিং করলেন অরিন্দম। শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন-এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় সদ্য শেয়ার করেছেন অরিন্দম।
5 / 7
প্রথম দিনের শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করেছিলেন মিমি। সেই ছবিতে দেখা গিয়েছিল, অরিন্দমের সঙ্গে ক্ল্যাপস্টিক নিয়ে দাঁড়িয়ে মিমি। ক্ল্যাপে লেখা ‘খেলা যখন’, সিন নম্বর ‘১’।
6 / 7
মিমির লুক অত্যন্ত সাদামাঠা, পরনে তাঁর কলার দেওয়া সর্ষে রঙের থ্রি কোয়ার্টার কুর্তি। বাঁ-হাঁতে কালো ব্যান্ডের ঘড়ি। একটু নামিয়ে পনিটেল করা চুলে। অরিন্দম ও মিমি – দু’জনের মুখই গম্ভীর। দেখে বোঝাই যাচ্ছে, চরিত্রটি আত্মস্থ করার চেষ্টা করছেন মিমি। কাজের যে বিপুল চাপ তা অরিন্দমের গাম্ভীর্য দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে।
7 / 7
‘গানের ওপারে’ ধারাবহিকের ‘পুপে’ এবং ‘গোরা’ জুটি অর্থাৎ অর্জুন এবং মিমিকে এই ছবিতে ফের একসঙ্গে কাস্ট করেছেন অরিন্দম। অসাধারণ কিছুর অপেক্ষায় রয়েছেন দর্শক।