
দক্ষিণ কোরিয়ায় চলছে আইএসএসএফ শুটিং বিশ্বকাপ। সেখানেই পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন ভারতীয় শুটার অর্জুন বাবুতা। টোকিও অলিম্পিকে রুপোজয়ী আমেরিকার লুকাস কোজেনেস্কিকে ১৭-৯ ব্যবধানে হারান অর্জুন। (ছবি-সাই মিডিয়া টুইটার)

পঞ্জাবের ফাজিলকার ২৩ বছরের অর্জুন বাবুতা ২০১৬ সাল থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন। (ছবি-সাই মিডিয়া টুইটার)

সিনিয়র বিভাগে এই প্রথম সোনা পেলেন অর্জুন বাবুতা। এর আগে ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপে গাবালায় ব্রোঞ্চ পেয়েছিলেন। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনাজয়ী দলেও ছিলেন অর্জুন। (ছবি-সাই মিডিয়া টুইটার)

এ ছাড়া ২০১৮ সালে সিডনিতে হওয়া আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে ব্রোঞ্চ পেয়েছিলেন অর্জুন। (ছবি-সাই মিডিয়া টুইটার)

রবিবার অর্জুন বাবুতা ও পার্থ মাখিজা ভারতীয় শুটারদের মধ্যে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। অর্জুন বাবুটা যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানে ৬৩০.৫ স্কোরে শেষ করেছিলেন। (ছবি-সাই মিডিয়া টুইটার)

অর্জুন বাবুতার পাশাপাশি অন্যদিকে পার্থ যোগ্যতা অর্জন পর্বে ৬২৮.৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিলেন। (ছবি-সাই মিডিয়া টুইটার)