Malaika Arora Pregnancy: অন্তঃসত্ত্বা মালাইকা, খবর ছড়িয়ে পড়তেই মেজাজ হারালেন প্রেমিক অর্জুন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 01, 2022 | 12:31 PM

Viral News: এবার মালাইকা আরোরার নামে যে খবর ছড়িয়ে পড়ল, তাতে সকলেই একপ্রকার চমকে গেলেন। মা হতে চলেছেন তিনি?

1 / 5
তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।

তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।

2 / 5
মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।

মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।

3 / 5
মা হতে চলেছেন মালাইকা? খবর সামনে আসতেই এবার মুখ খুললেন প্রেমিক অর্জুন কাপুর। অর্জুন কাপুর খবর সামনে আসতেই লিখলেন- এটা নিম্নমানের। এটা মিথ্যাচার। ভুয়ো খবর।

মা হতে চলেছেন মালাইকা? খবর সামনে আসতেই এবার মুখ খুললেন প্রেমিক অর্জুন কাপুর। অর্জুন কাপুর খবর সামনে আসতেই লিখলেন- এটা নিম্নমানের। এটা মিথ্যাচার। ভুয়ো খবর।

4 / 5
সাংবাদিকরা এই ধরনের খবর নিত্য লিখে চলেছেন। কিছু না বলে বলে পার পেয়ে যাচ্ছে মিডিয়া হাউসগুলো। এটা চলতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলার সাহস দেখাবেন না।

সাংবাদিকরা এই ধরনের খবর নিত্য লিখে চলেছেন। কিছু না বলে বলে পার পেয়ে যাচ্ছে মিডিয়া হাউসগুলো। এটা চলতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলার সাহস দেখাবেন না।

5 / 5
এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

Next Photo Gallery