TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Oct 19, 2021 | 8:34 PM
পুরনো দিনের ছবি শেয়ার করেছেন অভিনেতা অর্জুন রামপাল।
সাদা কালোয় ছবিতে ফিরে এসেছে পুরনো নস্ট্যালজিয়া
কিছু ছবি শুরুর দিকের কেরিয়ারের।
কিছু ছবি নির্দ্বিধায় মডেলিং সময়কার।
তবে যাই হোক আর তাই হোক, অর্জুন তখনও জনপ্রিয় ছিলেন, আজও আছেন।
আজও তিনি হাজার হাজার নারী হৃদয়ের হার্ট থ্রব।