বিশাল বাজেটের ছবি বলিউড আর দক্ষিণ ভারতে প্রায়ই হয়। সেই ছবি কখনও সফল হয় বক্স অফিসে কখনও নয়। যেমন, অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’, রণবীর কাপুরে ‘শামশেরা’ ছবি বিগ বাজেটের ছিল। কিন্তু বক্স অফিসে অসফল। মুক্তি পেয়েছে রবীর-আলিয়া ভাটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিরও প্রচুর বাজেট। প্রায় ৪০০ কোটি টাকা। প্রথম দিন বিশ্ব জুড়ে ছবি আয় করেছে ৭৫ কোটি টাকা। মিশ্র রিভিউ ছবির। এবার লগ্নি করা টাকা ওঠে কী না তাই জানতে ব্যস্ত বলিউড।
৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ঐশ্বর্যা রাই বচ্চন, দক্ষিণের অভিনেতা বিক্রম, কার্থি, জয়াম রবি, তৃষা প্রমুখ অভিনীত ছবি ‘পনিয়িন সেলভান’। এই ছবির বাজেট প্রায় ৫০০ কোটি টাকা। হ্যাঁ, এমনই খবর রয়েছে। পুজোর সময় আরও ছবি মুক্তি পাবে। বিশেষ করে হৃত্বিক রোশন-সইফ আলি খানের ‘বিক্রম বেধা’। পারবে কি এই ছবি এতো টাকা তুলতে? এই প্রশ্ন এখন বলিউডে।
সামনের বছর মুক্তি পাবে শাহরুখ অভিনীত ছবি ‘পাঠান’। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন দীপিকা পাডুকোণ এবং জয় আব্রাহাম। এই ছবির বাজেট প্রায় ২৫০ কোটি টাকা। শাহরুখ ম্যাজিক দিয়ে ৪ বছর (যদিও ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে তাঁকে ক্যামিও চরিত্রে পর্দায় দেখেছে ভক্তকুল) তিনি বক্স অফিসে কী কামাল দেখান, তা জানতে উৎসাহী বলিউড।
রামায়ণের কাহিনি নির্ভর ছবি ‘আদিপুরুষ’। রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস, রাবণ সইফ আলি খান। সীতা এবং লক্ষণ চরিত্রে অভিনয় করবেন কৃতি শ্যানন, সানি সিং। এই ছবির বাজেট প্রায় ৪০০ কোটি।
বলিউডে আর একটি বিগ বাজেট ছবি আসতে চলেছে সলমন খান, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাসমি অভিনীত ‘টাইগার থ্রি’। এই ছবির বাজেটও বেশ ভালই। ২২৫ কোটি টাকায় তৈরি ভাইজানের ছবি আসছে সামনের বছর ঈদে। ঈদ করিশ্মায় সল্লুভাই বক্স অফিস কী কামাল দেখান, জানতে চায় বলিউড।
অক্ষয় কুমার-টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা ২’। দুই অ্যাকশন হিরোর ছবির বাজেট প্রায় ৩০০ কোটি। এত পরিমাণ অর্থ বক্স অফিস থেকে কি তুলতে পারবেন অক্ষয়-টাইগার। এই বছর এখনও পর্যন্ত দুইজনের ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।