EPL: ইপিএলে আর্সেনালের জয়ের হ্যাটট্রিক, উলভসকে হারাল লিভারপুল
English Premier League: ইপিএলের ম্যাচে আর্সেনাল (Arsenal) ও লিভালপুলের (Liverpool) জয়। এভার্টনের (Everton) বিরুদ্ধে ইপিএলের ম্যাচে ৪-০ ব্যবধানে জিতেছে লিগ টেবলের শীর্ষে থাকা আর্সেনাল। অন্যদিকে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে উলভসের (Wolves) বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল।