ইপিএলের (EPL) লিগ টেবলের ১৮ নম্বরে থাকা এভার্টনের (Everton) বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতেছে লিগ টেবলের শীর্ষে থাকা আর্সেনাল (Arsenal)। (ছবি-আর্সেনাল টুইটার)
ম্যাচের ৪০ মিনিটের মাথায় জিনচেঙ্কোর পাস থেকে এভার্টনের জাল কাঁপান আর্সেনালের তারকা স্ট্রাইকার বুকায়ো সাকা (Bukayo Saka)। (ছবি- টুইটার)
বুকায়ো সাকার গোলের ঠিক ছয় মিনিটের মধ্যে আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মার্তিনেলি (Gabriel Martinelli)। (ছবি-আর্সেনাল টুইটার)
ট্রসার্ডের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে আর্সেনালকে ৩-০ গোলে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড (Martin Odegaard)। (ছবি-টুইটার)
ম্যাচের ৮০ মিনিটের মাথায় আর্সেনালের হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল মার্তিনেলি। এর ফলে ৪-০ ব্যবধানে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার ছেলেরা। এই নিয়ে ইপিএলে টানা ৩টি ম্যাচে জিতল গানার্সরা। (ছবি-আর্সেনাল টুইটার)
অ্যানফিল্ডে ইপিএলের ম্যাচে উলভসের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল (Liverpool)। গত ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছিল রেডসরা। এ বার ঘরের মাঠে জয়ে ফিরল যুর্গেন ক্লপের দল। (ছবি-লিভারপুল টুইটার)
উলভসের বিরুদ্ধে লিভারপুলের ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। ৭৩ মিনিটের মাথায় লিভারপুলের হয়ে প্রথম গোল করেন ভার্জিল ভ্যান ডাইক (Virgil van Dijk)। (ছবি-লিভারপুল টুইটার)
ভ্যান ডাইকের গোলের ৪ মিনিট পরই উলভসের জালে বল জড়িয়ে দেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ (Mohamed Salah)। শেষ অবধি ঘরের মাঠ থেকে ৩ পয়েন্ট তুলে নিতে পেরেছে লিভারপুল। (ছবি-লিভারপুল টুইটার)