
ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের মুখ দেখার সুযোগ পায়নি। তবে দ্বিতীয়ার্ধে হাসি ফোটে আর্সেনাল শিবিরে। (ছবি-আর্সেনাল টুইটার)

বেন হোয়াইটের পরিবর্ত হিসেবে মাঠে নামেন ক্যালাম চেম্বারস। আর মাঠে এসেই বাজিমাস আর্সেনাল ডিফেন্ডারের।(ছবি-আর্সেনাল টুইটার)

ম্যাচের ৫৫ মিনিটে পেপের পাস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ক্যালাম চেম্বারস (Callum Chambers)। (ছবি-আর্সেনাল টুইটার)

৬৯ মিনিটে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোলটি করেন এডি এনকেটিয়া (Eddie Nketiah)। (ছবি-আর্সেনাল টুইটার)