EFL Cup: কারাবাও কাপে আর্সেনালের কাছে ২ গোলে হার লিডসের
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল আর্সেনাল (Arsenal) ও লিডস ইউনাইটেড (Leeds United)। পাসিং অ্যাকিউরেসিতে আর্সেনালের থেকে এগিয়ে থেকেও এ দিনের ম্যাচে কোনও গোলের মুখ খুলতে পারেনি লিডসরা। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও, দ্বিতীয়ার্ধে ২টি গোল করে লিডসদের হারিয়ে দেয় মাইকেল আর্তেতার দল।