EFL Cup: কারাবাও কাপে আর্সেনালের কাছে ২ গোলে হার লিডসের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 27, 2021 | 10:43 AM

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল আর্সেনাল (Arsenal) ও লিডস ইউনাইটেড (Leeds United)। পাসিং অ্যাকিউরেসিতে আর্সেনালের থেকে এগিয়ে থেকেও এ দিনের ম্যাচে কোনও গোলের মুখ খুলতে পারেনি লিডসরা। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও, দ্বিতীয়ার্ধে ২টি গোল করে লিডসদের হারিয়ে দেয় মাইকেল আর্তেতার দল।

1 / 4
 ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের মুখ দেখার সুযোগ পায়নি। তবে দ্বিতীয়ার্ধে হাসি ফোটে আর্সেনাল শিবিরে। (ছবি-আর্সেনাল টুইটার)

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের মুখ দেখার সুযোগ পায়নি। তবে দ্বিতীয়ার্ধে হাসি ফোটে আর্সেনাল শিবিরে। (ছবি-আর্সেনাল টুইটার)

2 / 4
 বেন হোয়াইটের পরিবর্ত হিসেবে মাঠে নামেন ক্যালাম চেম্বারস। আর মাঠে এসেই বাজিমাস আর্সেনাল ডিফেন্ডারের।(ছবি-আর্সেনাল টুইটার)

বেন হোয়াইটের পরিবর্ত হিসেবে মাঠে নামেন ক্যালাম চেম্বারস। আর মাঠে এসেই বাজিমাস আর্সেনাল ডিফেন্ডারের।(ছবি-আর্সেনাল টুইটার)

3 / 4
ম্যাচের ৫৫ মিনিটে পেপের পাস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ক্যালাম চেম্বারস (Callum Chambers)। (ছবি-আর্সেনাল টুইটার)

ম্যাচের ৫৫ মিনিটে পেপের পাস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ক্যালাম চেম্বারস (Callum Chambers)। (ছবি-আর্সেনাল টুইটার)

4 / 4
৬৯ মিনিটে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোলটি করেন এডি এনকেটিয়া (Eddie Nketiah)।  (ছবি-আর্সেনাল টুইটার)

৬৯ মিনিটে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোলটি করেন এডি এনকেটিয়া (Eddie Nketiah)। (ছবি-আর্সেনাল টুইটার)

Next Photo Gallery