বিশ্বকাপের রেশ এখনও পুরোপুরি কাটেনি। বক্সিং ডে-তে শুরু হয়ে গেল ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দিনই নেমেছিল আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যামের মতো দলগুলি। জয় দিয়েই দ্বিতীয় পর্ব শুরু করল লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনাল। (ছবি : টুইটার)
ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতল তারা। পিছিয়ে থেকেও অনবদ্য জয়। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে ওয়েস্ট হ্য়ামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। আর্সেনালের হয়ে সমতা ফেরান বিশ্বকাপে নজরকাড়া ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার বুকায়ো সাকা। (ছবি : টুইটার)
ম্যাচের ৫৮ মিনিটে আর্সেনালের হয়ে ব্য়বধান বাড়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্তিনেলি। ম্যাচের ৬৯ মিনিটে এডি এনকেতিয়ার গোলে আর্সেনালের পক্ষে স্কোরলাইন ৩-১ হয়। শেষ অবধি এই স্কোরলাইনই থাকে। লিগ টেবলে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। (ছবি : টুইটার)
ইপিএলের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে তাদের ঘরের মাঠে ৩-১ ব্য়বধানে হারাল লিভারপুল। ম্যাচের মাত্র ৫ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন তাদের স্ট্রাইকার মহম্মদ সালাহ। ডাচ তারকা ডিফেন্ডার ভার্জিল ভ্য়ান ডাইকের গোলে ব্য়বধান বাড়ায় লিভারপুল। (ছবি : টুইটার)
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য অস্বস্তি। ম্যাচের ৫৯ মিনিটে ওলি ওয়াটকিনসের গোলে ব্য়বধান কমায় অ্যাস্টন ভিলা। তাতে অবশ্য কোনও সমস্যা হয়নি। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে স্টেফান বাজেতিচের গোলে ৩-১ ব্যবধান করে এবং জেতে লিভারপুল। (ছবি : টুইটার)
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় পেনাল্টি মিস করেছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক হ্যারি কেন। ক্লাবের হয়ে ফিরেই দলের বিপদে গোল করলেন। ভিতালি জানেট এবং ইভান টোনির গোলে ২-০ এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। হারের আতঙ্ক ভিড় করে স্পার শিবিরে। (ছবি : টুইটার)
ম্যাচের ৬৫ মিনিটে হ্যারি কেনের গোলে ব্যবধান কমায় টটেনহ্য়াম। ৬ মিনিটের মধ্যে পিয়েরে এমিল হোজার্গের গোলে সমতা ফেরায়। ২ গোলে পিছিয়ে থেকেও শেষ অবধি ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে টটেনহ্য়াম। (ছবি : টুইটার)