
অতিমারী পেরিয়ে দ্বিতীয়বারের জন্য কলকাতার বুকে Ashburton Cup 2.0 আয়োজন করলো আর্সেনাল বেঙ্গল সাপোর্টার্স ক্লাব। গত ১০ই এপ্রিল ,নিউ টাউনের টার্ফ এয়ার প্লাজায় দ্রুতহারে উঠে আসা প্রতিভাবান ফুটবলারদের জায়গা করে দিতে ২৪ টা দল নিয়ে চললো দ্বিতীয় বছরে পা দেওয়া এই প্রতিযোগিতা।

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা দল আর্সেনালকে সমর্থন করা এই আর্সেনাল বেঙ্গলের নিজস্ব দুটি দল ছাড়াও ছিল পুরুলিয়ার বিবেকানন্দ একাডেমি ( সংখ্যালঘু আদিবাসী যুবকদের নিয়ে গড়ে ওঠা একটি একাডেমি ,যেটিকে সাহায্য করে আর্সেনাল বেঙ্গল )।

বিবেকানন্দ একাডেমির প্লেয়ারদের খেলা মনে রাখবে শহর। কোয়াটার ফাইনালে 'এল টর্নেডো'কে ৩-০ গোলে হারানোর পরেও ওদের উচ্ছাসে ভেসে না পরা শেখায় অনেক কিছু। সামনের দিনগুলো ওদের সব্বার সাফল্য কামনা করছে সকল দর্শক।

ফাইনালে এমআর ট্রেডার্সকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতাটি জিতে নেয় কান্ডারি এফসি। বিবেকানন্দ একাডেমির বিজয় মুর্মূর হাতে ওঠে 'প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের' পুরস্কার।

বাঙালির ফুটবল বোধ যে কোনোদিন মরবে না তা এইদিন আবার প্রকাশ পেলো শহরের বুকে ,যখন একশোর উপর বিভিন্ন বয়সের ফুটবলারের পায়ের ছোঁয়ায় সাফলতা পেলো গোটা প্রতিযোগিতাটি।