Aruna Irani: পরিবারের প্রবল চাপে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানি?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 17, 2021 | 10:08 PM

Aruna Irani: দীর্ঘদিন কাজ না করার কারণ নিয়ে সদ্য প্রকাশ্যে মুখ খুললেন অরুণা। আর এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে নাকি পারিবারিক চাপও রয়েছে।

1 / 7
করোনা আতঙ্ক এবং প্যানডেমিক শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ক্যামেরার সামনে দেখা যায়নি বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানিকে। বহু বর্ষীয়ান শিল্পী করোনা আতঙ্ক সঙ্গে নিয়েই যাবতীয় সুরক্ষা বিধি মেনে কাজ শুরু করেছেন। কিন্তু অরুণার দেখা নেই। কেন?

করোনা আতঙ্ক এবং প্যানডেমিক শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ক্যামেরার সামনে দেখা যায়নি বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানিকে। বহু বর্ষীয়ান শিল্পী করোনা আতঙ্ক সঙ্গে নিয়েই যাবতীয় সুরক্ষা বিধি মেনে কাজ শুরু করেছেন। কিন্তু অরুণার দেখা নেই। কেন?

2 / 7
দীর্ঘদিন কাজ না করার কারণ নিয়ে সদ্য প্রকাশ্যে মুখ খুললেন অরুণা। আর এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে নাকি পারিবারিক চাপও রয়েছে।

দীর্ঘদিন কাজ না করার কারণ নিয়ে সদ্য প্রকাশ্যে মুখ খুললেন অরুণা। আর এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে নাকি পারিবারিক চাপও রয়েছে।

3 / 7
অরুণার কথায়, “নর্মাল ভাবে সেটে ফিরতে আমাদের সকলেরই সময় লাগবে। আর আমার যা বয়স, তাতে এখনও মনে হচ্ছে না কাজে ফেরার সঠিক সময় হয়েছে।”

অরুণার কথায়, “নর্মাল ভাবে সেটে ফিরতে আমাদের সকলেরই সময় লাগবে। আর আমার যা বয়স, তাতে এখনও মনে হচ্ছে না কাজে ফেরার সঠিক সময় হয়েছে।”

4 / 7
অরুণা বলেন, “কখনও কখনও মনে হয়েছে কাজে ফিরি, কিন্তু জীবনের কথা ভাবলে নতুন প্রজেক্ট নেওয়া থেকে আবার পিছিয়ে যাচ্ছি। আমার পরিবারের সদস্যরা আমাকে অবসর নিতে বলছে। চাপ দিচ্ছে রীতিমতো। আমিও ওদের ভাবনাকে সমর্থন করি। কারণ ওরা আমার কথা ভাবে, আমার প্রতি যত্নশীল।”

অরুণা বলেন, “কখনও কখনও মনে হয়েছে কাজে ফিরি, কিন্তু জীবনের কথা ভাবলে নতুন প্রজেক্ট নেওয়া থেকে আবার পিছিয়ে যাচ্ছি। আমার পরিবারের সদস্যরা আমাকে অবসর নিতে বলছে। চাপ দিচ্ছে রীতিমতো। আমিও ওদের ভাবনাকে সমর্থন করি। কারণ ওরা আমার কথা ভাবে, আমার প্রতি যত্নশীল।”

5 / 7
অরুণা জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্যরা নাকি মনে করেন, সারা জীবন অনেক কাজ করেছেন তিনি। এ বার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে।

অরুণা জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্যরা নাকি মনে করেন, সারা জীবন অনেক কাজ করেছেন তিনি। এ বার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে।

6 / 7
কখনও কখনও বাড়িতে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাচ্ছেন অরুণা। তখন ফের কাজে ফেরার কথা ভাবছেন। কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয় বলেই নাকি পিছিয়ে যাচ্ছেন।

কখনও কখনও বাড়িতে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাচ্ছেন অরুণা। তখন ফের কাজে ফেরার কথা ভাবছেন। কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয় বলেই নাকি পিছিয়ে যাচ্ছেন।

7 / 7
করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে নিয়েছেন অরুণা। তবুও তাঁর বয়স আন্দাজে এখনও কাজে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই মত তাঁর।

করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে নিয়েছেন অরুণা। তবুও তাঁর বয়স আন্দাজে এখনও কাজে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই মত তাঁর।

Next Photo Gallery
Most Dangerous Road: রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা কোনগুলি, জেনে রাখুন
Children: এই বছর প্রথম শপিংমলে ওদের পুজোর শপিং! পাশে পরশ