Bangla News Photo gallery Arunita kanjilal gifted pawandeep rajan an audi q7 check out the most expensive gifts the indian idol 12 winner has rumouredly received from his co contestants
Indian Idol: পবনদীপকে Audi Q7 উপহার দিলেন ‘বিশেষ বন্ধু’ অরুণিতা?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 25, 2021 | 8:35 AM
এখানেই শেষ নয় ওই সিজনে বাকি প্রতিযোগীরাও নাকি পবনকে দিয়েছেন বেশ কিছু দামী উপহার। যার মধ্যে রয়েছে ১৪ লক্ষের গিটার থেকে শুরু করে নাইকি'র জুতো...
1 / 8
ইন্ডিয়ান আইডলের এই সিজনের বিজয়ী হয়েছেন পবনদীপ রাজন। দ্বিতীয় হয়েছেন বাঙালি মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। সম্প্রতি বলিউডের বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি পবনদীপ বিজেতা হওয়ায় বিশেষ বন্ধু অরুণিতা নাকি খুশি হয়ে তাঁকে উপহার দিয়েছেন আনকোরা এক অডি কিউসেভেন গাড়ি যার দাম শুনলে আপনি চমকে যাবেন। এখানেই শেষ নয় ওই সিজনে বাকি প্রতিযোগীরাও নাকি পবনকে দিয়েছেন বেশ কিছু দামী উপহার। যার মধ্যে রয়েছে ১৪ লক্ষের গিটার থেকে শুরু করে নাইকি'র জুতো...
2 / 8
অডি কিউ সেভেনের এই মুহূর্তে বাজারমূল্য ৬৯ লক্ষ ২৭ হাজার টাকা। যা ফিচারের সাপেক্ষে বাড়তে পারে ৮১ লক্ষ ১৮ হাজার অবধি। এত দামের গাড়ি প্রিয় বন্ধুকে উপহার স্বরূপ দিয়েছেন অরুণিতা, দাবি বেশ কিছু সংবাদমাধ্যমের। যদিও মুখ খোলেননি তাঁরা।
3 / 8
অন্যদিকে ওই সিজনে তৃতীয় স্থানাধিকারি সাইলি কাম্বলে নাকি পবনদীপ কে ৭২ হাজার টাকার একটি সোনার চেন।
4 / 8
সাওয়াই ভাটের ক্ষেত্রে শোনা যাচ্ছে, তিনি নাকি পবনদ্বীপকে উপহার দিয়ে রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক।
5 / 8
মহম্মদ দানিশ নাকি দিয়েছেন ১৪ লক্ষ টাকার একটি গিটার।
6 / 8
এখানেই শেষ নয় শোনা যাচ্ছে, শন্মুখপ্রিয়া নাকি পবনদীপকে দিয়েছেন প্রায় দেড় লক্ষ টাকার মণীশ মালহোত্রার স্যুট।
7 / 8
অঞ্জলি গাইকড় নাকি দিয়েছেন ৪ লক্ষ টাকার প্ল্যাটিনামের ব্রেসলেট।
8 / 8
প্রিয় বন্ধু আশিষ কুলকর্ণী নাকি দিয়েছেন ৩৫ হাজারের নাইকি কোম্পানির জুতো।