Aryan Khan Drug Case: মাদক মামলায় স্বস্তিু আরিয়ানের! আর হাজিরা দিতে হবে না এনসিবি দফতরে

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Dec 15, 2021 | 3:37 PM

Aryan Khan: মাদক মামলায় আদলতের রায়ে আরিয়ান খানের স্বস্তি। এনসিবির কাছে আর দিতে হবে না হাজিরা।

1 / 5
মুম্বই: মাদক মামলায় শর্তসাপেক্ষে আগেই মিলেছিল জামিন। এবার আদালতের রায়ে আরও স্বস্তি 'মন্নত'-এর অন্দরে। প্রমোদতরীতে মাদক কাণ্ডে অভিযুক্ত বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে প্রত্যেক শুক্রবার করে মুম্বইয়ের এনসিবি দফতরে আর হাজিরা দিতে যেতে হবে না। আজ, এমনই নির্দেশ দিয়ে বম্বে আদালত। আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে এনসিবি আরিয়ান খানকে দিল্লিতে তলব করলে, সেখানে তাঁকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ছবি: সোশ্যাল মিডিয়া

মুম্বই: মাদক মামলায় শর্তসাপেক্ষে আগেই মিলেছিল জামিন। এবার আদালতের রায়ে আরও স্বস্তি 'মন্নত'-এর অন্দরে। প্রমোদতরীতে মাদক কাণ্ডে অভিযুক্ত বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে প্রত্যেক শুক্রবার করে মুম্বইয়ের এনসিবি দফতরে আর হাজিরা দিতে যেতে হবে না। আজ, এমনই নির্দেশ দিয়ে বম্বে আদালত। আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে এনসিবি আরিয়ান খানকে দিল্লিতে তলব করলে, সেখানে তাঁকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ছবি: সোশ্যাল মিডিয়া

2 / 5
এর আগে ১৪ টি শর্তে আরিয়ান খানকে জামিন দিয়েছিল আদালত। সেই ১৪ দফা শর্তের অন্যতম শর্ত ছিল প্রত্যেক শুক্রবার মুম্বইয়ের এনসিবি দফতরে হাজিরা। সম্প্রতি প্রত্যাহারের চেয়ে আদালতে আবেদন করেন ২৩ বছর বয়সী অভিনেতা পুত্র। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এদিন রায় দিল বম্বে আদালত। ছবি: সোশ্যাল মিডিয়া

এর আগে ১৪ টি শর্তে আরিয়ান খানকে জামিন দিয়েছিল আদালত। সেই ১৪ দফা শর্তের অন্যতম শর্ত ছিল প্রত্যেক শুক্রবার মুম্বইয়ের এনসিবি দফতরে হাজিরা। সম্প্রতি প্রত্যাহারের চেয়ে আদালতে আবেদন করেন ২৩ বছর বয়সী অভিনেতা পুত্র। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এদিন রায় দিল বম্বে আদালত। ছবি: সোশ্যাল মিডিয়া

3 / 5
আদালতের কাছে আবেদনে আরিয়ান জানিয়েছিলেন, প্রত্যেক শুক্রবার তিনি যখন এনসিবি দফতরে হাজিরা দিতে যান, তখন তাঁকে সাংবাদিকরা ঘিরে ধরে। পুলিশকর্মীদেরও সমস্যা মধ্যে পড়তে হয়। দিল্লির বিশেষ তদন্তকারী দল যখন এই মামলার তদন্ত করছে, তখন মুম্বই দফতরে হাজিরা দিতে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ছবি: সোশ্যাল মিডিয়া

আদালতের কাছে আবেদনে আরিয়ান জানিয়েছিলেন, প্রত্যেক শুক্রবার তিনি যখন এনসিবি দফতরে হাজিরা দিতে যান, তখন তাঁকে সাংবাদিকরা ঘিরে ধরে। পুলিশকর্মীদেরও সমস্যা মধ্যে পড়তে হয়। দিল্লির বিশেষ তদন্তকারী দল যখন এই মামলার তদন্ত করছে, তখন মুম্বই দফতরে হাজিরা দিতে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ছবি: সোশ্যাল মিডিয়া

4 / 5
অক্টোবর মাসের ৩ তারিখ এনসিবি অভিযানে কর্ডেলিয়া নামক প্রমোদতরীর রেভ পার্টি থেকে আটক করা হয় আরিয়ান সহ অনেককে। এনসিবির অভিযোগ ছিল মাদক নেওয়ার পাশাপাশি মাদক বিক্রি ও পাচার করেছেন আরিয়ান। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্ররোচণার অভিযোগও আনা হয়েছিল। তিন সপ্তাহ বন্দি থাকার পর ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করে আদালত। ছবি: সোশ্যাল মিডিয়া

অক্টোবর মাসের ৩ তারিখ এনসিবি অভিযানে কর্ডেলিয়া নামক প্রমোদতরীর রেভ পার্টি থেকে আটক করা হয় আরিয়ান সহ অনেককে। এনসিবির অভিযোগ ছিল মাদক নেওয়ার পাশাপাশি মাদক বিক্রি ও পাচার করেছেন আরিয়ান। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্ররোচণার অভিযোগও আনা হয়েছিল। তিন সপ্তাহ বন্দি থাকার পর ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করে আদালত। ছবি: সোশ্যাল মিডিয়া

5 / 5
জামিন মঞ্জুর করে বম্বে আদালত জানিয়েছিল, আরিয়ান খান ও তাঁর দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার বিরুদ্ধে মাদক সংক্রান্ত বেআইনি কার্যকলাপে যুক্ত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি। আদালত জানিয়েছিল, তাদের হোয়াটস্যাপ চ্যাটেও আপত্তিকর কোনও কথাবার্তা পাওয়া যায়নি। ছবি: সোশ্যাল মিডিয়া

জামিন মঞ্জুর করে বম্বে আদালত জানিয়েছিল, আরিয়ান খান ও তাঁর দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার বিরুদ্ধে মাদক সংক্রান্ত বেআইনি কার্যকলাপে যুক্ত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি। আদালত জানিয়েছিল, তাদের হোয়াটস্যাপ চ্যাটেও আপত্তিকর কোনও কথাবার্তা পাওয়া যায়নি। ছবি: সোশ্যাল মিডিয়া

Next Photo Gallery
Railway Stations: এমন মজাদার নামের রেল স্টেশন আপনি ভারতের কোথায় দেখতে পাবেন, জেনে নিন
December In India: স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার আদর্শ সময় ডিসেম্বর! কোথায় যাবেন, দেখুন ছবিতে