
২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রানে ৬ উইকেট: ২০০৩ সালের বিশ্বকাপ সফরে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে আশিষ নেহরা তাঁর কেরিয়ারের সেরা বোলিং রেকর্ড তৈরি করেছিলেন। তিনি তাঁর ১০ ওভারের স্পেলে মাত্র ২৩ রান খরচ করে ছয় উইকেট নিয়েছিলেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ভারত সেই ম্যাচে ৮২ রানে জিতেছিল।

২০০৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ রানে ৪ উইকেট: ২০০৩ সালের বিশ্বকাপের অপর একটি ম্যাচে, নেহরা সাত ওভারে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কাতে তছনছ করে দিয়েছিলেন। ভারত ওই ম্যাচে ১৮৩ রানে জিতেছিল।

২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৯ রানে ৬ উইকেট: ২০০৫ সালে ইন্ডিয়ান অয়েল কাপের ফাইনালে নেহরা তাঁর কেরিয়ারের দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড গড়েছিলেন। কলম্বোর কঠিন পিচে তিনি ছ'টি উইকেট নিয়েছিলেন।

২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪০ রানে ৪ উইকেট: শ্রীলঙ্কা নিঃসন্দেহে আশিষ নেহরার কাছে বরাবরই প্রিয় প্রতিপক্ষ ছিল। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ডাম্বুলায় এশিয়া কাপ জিততে ভারতকে সাহায্য করেছিলেন।

২০১০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৭ রানে ৪ উইকেট : শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে নেহরা নিউজিল্যান্ডের ইনিংস ২৮৮ রানে আটকে দিয়েছিলেন। তবে ডাম্বুলায় ম্যাচটি ২০০ রানের ব্যবধানে হেরেছিল ভারত।