Asia Cup 2022: হার-জিত ছাপিয়ে যাওয়া মুহূর্ত ভারতীয় ড্রেসিংরুমে

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 02, 2022 | 9:00 AM

Asia Cup 2022: ক্রিকেট জেন্টলমেন্স গেম। আরও একবার তাঁর ছবি দেখা গেল। এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতের কাছে হেরেছে হংকং। অনবদ্য লড়াই করেছে তারা। ম্যাচের ভারতীয় ড্রেসিংরুমে সুন্দর মুহূর্ত।

1 / 5
হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল ভারত। বিরাট কোহলি (Virat Kohli) এবং সূর্যকুমার যাদব অপরাজিত অর্ধশতরান করেন। ব্যাট হাতে সবচেয়ে বিধ্বংসী ছিলেন সূর্যকুমার যাদব। (ছবি : বিসিসিআই ভিডিও)

হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল ভারত। বিরাট কোহলি (Virat Kohli) এবং সূর্যকুমার যাদব অপরাজিত অর্ধশতরান করেন। ব্যাট হাতে সবচেয়ে বিধ্বংসী ছিলেন সূর্যকুমার যাদব। (ছবি : বিসিসিআই ভিডিও)

2 / 5
রান তাড়ায় হংকং ব্যাটসম্যানরাও দারুণ লড়াই করে। শেষ অবধি মাত্র ৪০ রানে হার। হংকং (Hong Kong) ক্রিকেটাররা অনেক কিছুই শেখার সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেটারদের কাছে। (ছবি : বিসিসিআই ভিডিও)

রান তাড়ায় হংকং ব্যাটসম্যানরাও দারুণ লড়াই করে। শেষ অবধি মাত্র ৪০ রানে হার। হংকং (Hong Kong) ক্রিকেটাররা অনেক কিছুই শেখার সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেটারদের কাছে। (ছবি : বিসিসিআই ভিডিও)

3 / 5
হংকং ক্রিকেটাররা ভারতীয় ড্রেসিংরুমেও যান। বিরাট কোহলির জন্য বিশেষ উপহার ছিল সঙ্গে। দীর্ঘ সময় ধরে রানের খরা চলছিল বিরাটের। তাঁকে উদ্বুধ্ব করতে বিশেষ বার্তা (Heartfelt Message) সহ টিম জার্সি উপহার দেয় হংকং। (ছবি : বিসিসিআই ভিডিও)

হংকং ক্রিকেটাররা ভারতীয় ড্রেসিংরুমেও যান। বিরাট কোহলির জন্য বিশেষ উপহার ছিল সঙ্গে। দীর্ঘ সময় ধরে রানের খরা চলছিল বিরাটের। তাঁকে উদ্বুধ্ব করতে বিশেষ বার্তা (Heartfelt Message) সহ টিম জার্সি উপহার দেয় হংকং। (ছবি : বিসিসিআই ভিডিও)

4 / 5
রোহিত শর্মা (Rohit Sharma) নিজের জার্সিতে সই করে উপহার দেন হংকং ক্রিকেটারকে। বিরাট কোহলি ওদের জার্সিতে অটোগ্রাফ দেন। দু-দলের ক্রিকেটাররা ছবিও তোলেন। (ছবি : বিসিসিআই ভিডিও)

রোহিত শর্মা (Rohit Sharma) নিজের জার্সিতে সই করে উপহার দেন হংকং ক্রিকেটারকে। বিরাট কোহলি ওদের জার্সিতে অটোগ্রাফ দেন। দু-দলের ক্রিকেটাররা ছবিও তোলেন। (ছবি : বিসিসিআই ভিডিও)

5 / 5
সৌহার্দের অনন্য মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেট। হংকং ক্রিকেটারদের জন্য সারা জীবনের সঞ্চয় করার মতো কিছু ক্ষণ। আগামী দিনে তাদের আরও ভালো ক্রিকেট খেলার প্রেরণা জোগাবে। (ছবি : বিসিসিআই ভিডিও)

সৌহার্দের অনন্য মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেট। হংকং ক্রিকেটারদের জন্য সারা জীবনের সঞ্চয় করার মতো কিছু ক্ষণ। আগামী দিনে তাদের আরও ভালো ক্রিকেট খেলার প্রেরণা জোগাবে। (ছবি : বিসিসিআই ভিডিও)

Next Photo Gallery