Hibiscus Flower: ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি নয়, জবার গুণে কেটে যায় সব বাধা-বিপত্তিও!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Apr 28, 2023 | 8:30 AM

Astro Benefits: শাস্ত্রে বলা হয়েছে দেবী কালীর কাছে লাল জবা ফুল খুবই প্রিয়। যে ভক্ত নিয়মিত দেবী দুর্গা ও কালীকে লাল জবা ফুল দিয়ে পূজা করেন তাদের উপর আশীর্বাদ বর্ষণ তো হয়, তুষ্টও হোন।

1 / 9
জবা ফুল পুজোর পাশাপাশি তন্ত্র সাধনায় ব্যবহৃত হয়। পুজোয় এর গুরুত্ব বিশেষ বিবেচিত হয়েছে। দেবী দুর্গা ও কালীর পাশাপাশি লক্ষ্মীকেও এই ফুল খুব প্রিয় মনে করা হয়। শুক্রবার এই ফুলটি দেবী লক্ষ্মীকে নিবেদন করলে তার আশীর্বাদ পাওয়া যায়।

জবা ফুল পুজোর পাশাপাশি তন্ত্র সাধনায় ব্যবহৃত হয়। পুজোয় এর গুরুত্ব বিশেষ বিবেচিত হয়েছে। দেবী দুর্গা ও কালীর পাশাপাশি লক্ষ্মীকেও এই ফুল খুব প্রিয় মনে করা হয়। শুক্রবার এই ফুলটি দেবী লক্ষ্মীকে নিবেদন করলে তার আশীর্বাদ পাওয়া যায়।

2 / 9
জ্যোতিষবিজ্ঞানে হিবিস্কাস ফুলের অনেক গুরুত্ব রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে দেবী কালীর কাছে লাল জবা ফুল খুবই প্রিয়। যে ভক্ত নিয়মিত দেবী দুর্গা ও কালীকে লাল জবা ফুল দিয়ে পূজা করেন তাদের উপর আশীর্বাদ বর্ষণ তো হয়, তুষ্টও হোন।

জ্যোতিষবিজ্ঞানে হিবিস্কাস ফুলের অনেক গুরুত্ব রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে দেবী কালীর কাছে লাল জবা ফুল খুবই প্রিয়। যে ভক্ত নিয়মিত দেবী দুর্গা ও কালীকে লাল জবা ফুল দিয়ে পূজা করেন তাদের উপর আশীর্বাদ বর্ষণ তো হয়, তুষ্টও হোন।

3 / 9
লাল জবা ফুল নেতিবাচক শক্তি থেকেও রক্ষা করে। বাঙালির অত্যন্ত প্রিয় ও জনপ্রিয় এই ফুলের অমন অনেক প্রতিকার রয়েছে, যা নিয়ম মেনে চললে ধন-সম্পদ বৃদ্ধির পাশাপাশি চাকরি, ব্যবসা ও পারিবারিক জীবনে দেবীর কৃপা লাভ করতে পারেন।

লাল জবা ফুল নেতিবাচক শক্তি থেকেও রক্ষা করে। বাঙালির অত্যন্ত প্রিয় ও জনপ্রিয় এই ফুলের অমন অনেক প্রতিকার রয়েছে, যা নিয়ম মেনে চললে ধন-সম্পদ বৃদ্ধির পাশাপাশি চাকরি, ব্যবসা ও পারিবারিক জীবনে দেবীর কৃপা লাভ করতে পারেন।

4 / 9
 বিকেলে অর্ধ পুষ্পিত হিবিস্কাস ফুল ভেঙে মাতা কালীকে অর্পণ করুন। এরপরে, সেই ফুলটিকে প্রসাদ হিসাবে খেতে পারেন বা যার উপর অশুভ শক্তি প্রভাব পড়েছে। জবা ফুল খেলে পিত্ত ও সর্দি-কাশি হলে তা উপকারে লাগে। তাই হিবিস্কাসকে খুবই উপকারী বলে মনে করা হয়।

বিকেলে অর্ধ পুষ্পিত হিবিস্কাস ফুল ভেঙে মাতা কালীকে অর্পণ করুন। এরপরে, সেই ফুলটিকে প্রসাদ হিসাবে খেতে পারেন বা যার উপর অশুভ শক্তি প্রভাব পড়েছে। জবা ফুল খেলে পিত্ত ও সর্দি-কাশি হলে তা উপকারে লাগে। তাই হিবিস্কাসকে খুবই উপকারী বলে মনে করা হয়।

5 / 9
 নিয়মিত জবা ফুলের মালা বানিয়ে দেবী কালীকে পরিয়ে দিতে পারেন। নিয়মিত সম্ভব না হলে হিবিস্কাস ফুলের মালা বানিয়ে মাসের শুক্লপক্ষের অষ্টমী ও অমাবস্যায় অর্পণ করুন। এর সঙ্গে কুঞ্জিকা স্তোত্রের মন্ত্র ১১ হাজার বার জপ করুন। বিশ্বাস করা হয় যে বাধা ও সংকটের কারণে দেবী তার ভক্তকে উপড়ে ফেলেন ও কাজ সফল হয়।

নিয়মিত জবা ফুলের মালা বানিয়ে দেবী কালীকে পরিয়ে দিতে পারেন। নিয়মিত সম্ভব না হলে হিবিস্কাস ফুলের মালা বানিয়ে মাসের শুক্লপক্ষের অষ্টমী ও অমাবস্যায় অর্পণ করুন। এর সঙ্গে কুঞ্জিকা স্তোত্রের মন্ত্র ১১ হাজার বার জপ করুন। বিশ্বাস করা হয় যে বাধা ও সংকটের কারণে দেবী তার ভক্তকে উপড়ে ফেলেন ও কাজ সফল হয়।

6 / 9
যদি আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তবে প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে একটি জবা ফুল অর্পণ করুন। মনে রাখা উচিত, জবা ফুল যেন লাল রঙেরই হয়ে থাকে। জবা ফুলসহ দেবী লক্ষ্মীকে মিছরি নিবেদন করুন।

যদি আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তবে প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে একটি জবা ফুল অর্পণ করুন। মনে রাখা উচিত, জবা ফুল যেন লাল রঙেরই হয়ে থাকে। জবা ফুলসহ দেবী লক্ষ্মীকে মিছরি নিবেদন করুন।

7 / 9
প্রসাদ হিসাবে ঠাকুরের সামনে জবা ফুলের একটি কুঁড়িও রাখতে পারেন। পুজো শেষে মিষ্টির প্রসাদ নিজে নিন ও টাকা রাখার জায়গায় জবা ফুলের কুঁড়ি রাখুন। এতে সম্পদের আশীর্বাদ আসবে। প্রসাদ হিসাবে চিনি মিছরিসহ জবা ফুলে নিতে পারেন।

প্রসাদ হিসাবে ঠাকুরের সামনে জবা ফুলের একটি কুঁড়িও রাখতে পারেন। পুজো শেষে মিষ্টির প্রসাদ নিজে নিন ও টাকা রাখার জায়গায় জবা ফুলের কুঁড়ি রাখুন। এতে সম্পদের আশীর্বাদ আসবে। প্রসাদ হিসাবে চিনি মিছরিসহ জবা ফুলে নিতে পারেন।

8 / 9
পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে যদি অশান্তি লেগেই থাকে, তাহলে বৃহস্পতিবার চন্দনের তিলক প্রয়োগ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন। অন্তত ২১টি বৃহস্পতিবার এই প্রতিকার করুন। ভগবান বিষ্ণু ও শ্রী কৃষ্ণকে লাল জবা ফুল নিবেদন করবেন না।

পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে যদি অশান্তি লেগেই থাকে, তাহলে বৃহস্পতিবার চন্দনের তিলক প্রয়োগ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন। অন্তত ২১টি বৃহস্পতিবার এই প্রতিকার করুন। ভগবান বিষ্ণু ও শ্রী কৃষ্ণকে লাল জবা ফুল নিবেদন করবেন না।

9 / 9
রাশিতে সূর্যের অবস্থান ভালো না হলে চাকরি ও ব্যবসায় প্রায়ই ঝামেলা সৃষ্টি হয়। এই রাশির জাতকদের কোনও কারণ ছাড়াই অপমানিত হতে হয় ও কাজের জন্য কৃতিত্ব পান না। এই পরিস্থিতিতে জবা ফুলের একটি প্রতিকার খুবই উপকারী। তামার পাত্রে নিয়মিত কুমকুম ও লাল ফুল রাখুন। সূর্যোদয়ের সময় এই প্রতিকার মেনে চললে সূর্যদেবের কৃপা সবসময় বজায় থাকে।

রাশিতে সূর্যের অবস্থান ভালো না হলে চাকরি ও ব্যবসায় প্রায়ই ঝামেলা সৃষ্টি হয়। এই রাশির জাতকদের কোনও কারণ ছাড়াই অপমানিত হতে হয় ও কাজের জন্য কৃতিত্ব পান না। এই পরিস্থিতিতে জবা ফুলের একটি প্রতিকার খুবই উপকারী। তামার পাত্রে নিয়মিত কুমকুম ও লাল ফুল রাখুন। সূর্যোদয়ের সময় এই প্রতিকার মেনে চললে সূর্যদেবের কৃপা সবসময় বজায় থাকে।

Next Photo Gallery