Astro Tips for Money: প্রতি মাসে পকেটে টান পড়ে? চরম অর্থসংকট কাটিয়ে ভাগ্যের চাকা বদলান এই ৪ উপায়ে
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jun 01, 2023 | 4:13 PM
Astrology Rules: অনেক সময় বহু চেষ্টা ও পরিশ্রম করার পরেও অর্থ ভাগ্যের জট কিছুতেই খোলে না অনেকেরই। প্রতি মাসেই পকেটে টান পড়ে টাকা-পয়সার। সঞ্চিত অর্থও খরচ হয়ে যায় প্রতিবার।
1 / 10
ধনী থেকে গরিব, অর্থ সব মানুষেরই প্রয়োজন। অনেক সময় বহু চেষ্টা ও পরিশ্রম করার পরেও অর্থ ভাগ্যের জট কিছুতেই খোলে না অনেকেরই। প্রতি মাসেই পকেটে টান পড়ে টাকা-পয়সার। সঞ্চিত অর্থও খরচ হয়ে যায় প্রতিবার।
2 / 10
টাকাপয়সা জোগাড় করতে সমস্যা, সঞ্চয়ের সমস্যা থাকলে কোনও মানুষের মানসিক ও শারীরিক অবস্থা ঠিক থাকে না। জ্যোতিষশাস্ত্রে রয়েছে এর উপায়। রোজকার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এই বিশেষ ও সহজ কৌশলগুলি কাজে আসতে পারে আপনার।
3 / 10
হিন্দু ধর্মে, দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী হিসেবে পুজো করা হয়। তাই দেবী লক্ষ্মীকে সবসময় খুশি রাখা উচিত। এর জন্য প্রতিদিন লক্ষ্মীকে লাল ফুল অর্পণ করতে পারেন। সকালে, বাড়ির পুজোর জায়গায় দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে লাল ফুল অর্পণ করুন।
4 / 10
পাশাপাশি তাদের দুধ দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে আপনার অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা কেটে যায় ও জীবনে কখনও আর্থিক সংকট ফিরে আসবে না।
5 / 10
অশ্বত্থ পাতায় রাম লিখে কোনও হনুমান মন্দিরে রেখে দিলে অর্থ লাভের সম্ভাবনা থাকে।অশ্বত্থ পাতায় মিষ্টি রাখতে ভুলবেন না যেন।
6 / 10
কথিত আছে যে এই প্রতিকার করলে যে কোনও ব্যক্তি আকস্মিক ধনলাভ করতে পারেন। পাতায় রামের নাম লিখে হনুমানজির পায়ের কাছে রাখবেন না।
7 / 10
যদি জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা চলতেই থাকে, তাহলে আপনি ৫ দানা কালো মরিচ নিয়ে আপনার মাথায় আঘাত করুন। তারপর এই ৪টি দানা চার দিকে নিক্ষেপ করুন।
8 / 10
পঞ্চম শস্যটি আকাশের দিকে নিক্ষেপ করুন। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার মেনে চললে আর্থিক দিক থেকে বড় সমস্যাও দূর হয়ে যায়। এই প্রতিকার মেনে চললে সঞ্চিত সম্পদ বৃদ্ধি হিসাবে বিবেচনা করা হয়।
9 / 10
প্রত্যেক মানুষই খুব ধনী হতে চায় ও তার সব স্বপ্ন সত্যি করতে চায। আপনার স্বপ্নও যদি এরকমই হয়, তাহলে আপনার উচিত কনকধারা স্তোত্র পাঠ করা। এই স্তোত্র পাঠ করলে অনেক আর্থিক সুবিধা পাওয়া যায়।
10 / 10
আপনি প্রতিদিন কনকধারা স্তোত্র পাঠ করতে পারেন তবে আপনি যদি প্রতিদিন এটি পাঠ করতে সক্ষম না হন তবে আপনাকে কমপক্ষে শুক্রবার অবশ্যই কনকধারা পাঠ করা উচিত। ভক্তি সহকারে পাঠ করলে জীবনে উন্নতি হয় ও অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয়।