এক কথায় যাকে বলে খুল্লাম খুল্লা পেয়ার, নেই কোনও রাখ ঢাক, আরবাজের সঙ্গে সম্পর্ক ভাঙার কয়েক দিনের মাথায় সামনে আসে নতুন সম্পর্কের ইঙ্গিত। স্পষ্ট হয়ে যায় অর্জুন কাপুর ও মালাইকার প্রেমকাহিনী।
কিন্তু সেই প্রেম কি কোনও দিন বিয়ের পিঁড়িতে পৌঁছবে, না কি সময়ের ঘেরাটোপে মালাইকাকে ছেড়ে অর্জুন কাপুর অন্যকারুর গলায় মালা দেবেন! কী বলছে জ্যোতিশাস্ত্র!
লকডাউন তাঁদের কাছাকাছি আনলেও নেই কোনও বিয়ের খবর, মালাইকার কাছাকাছি থাকতে বড় সিদ্ধান্ত নিয়ে ছিলেন অর্জুন, কিনে নিয়েছিলেন একটি আস্ত ফ্ল্যাট।
তবে বি-টাউনে কানপাতলে শোনা যায় অর্জুন কাপুরের পরিবার থেকে কিন্তু এই বিয়ের পক্ষে নেই কেউ। আর তার জন্যই কি কোনও সুখবর আসছে না!
তবে কি লিভ ইন এই এই সম্পর্ক আটকে থাকবে! জ্যোতিষশাস্ত্রের আচার্য জগন্নাথ গুরুর কথায় তাঁরা বিয়ে করবেন ঠিকই তাঁদের ভাগ্যে বিয়ে অবধারিত, তবে এখনই নয়।
আর এই খবরের খানিক স্বস্তিতে ভক্তমহল, কারণ বর্তমানে বি-টাউনের অন্যতম পাওয়ার কপিল হলেন এই জুটির, তাঁদের ভক্তসংখ্যাও নেহাতই কম নয়, তাঁদের বিয়ের খবরের অপেক্ষায় এবার সিনেদুনিয়া।