টুর্নামেন্টের মাঝপথে যে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) খেই হারিয়েছিল, তারাই এ বার ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন হল। (Pic Courtesy-ISL Website)
আইএসএলের (ISL) মেগা ফাইনাল শুরু হওয়ার আগে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মধ্যে কোনও দলকেই এগিয়ে রাখা যায়নি। কিন্তু শনিরাতের মহারণে শুরু থেকেই এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। (Pic Courtesy-ISL Website)
ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে ফাতোরদা স্টেডিয়ামে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়েও স্কোরলাইন ২-২ থাকে। (Pic Courtesy-ISL Website)
যার ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ৪-৩ ব্যবধানে জিতে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে প্রীতম কোটালের দল। পেনাল্টি শুটআউটে জেতার পর সবুজ-মেরুনের ফুটবলারদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। (Pic Courtesy-ISL Website)
এই প্রথম বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। 'এটিকে'-র সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণের পর দ্বিতীয় বার ফাইনাল খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। (Pic Courtesy-ISL Website)
এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্লাবের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন, মোহনবাগান নামের সামনে থেকে সরে যাচ্ছে এটিকে। এ বার থেকে সবুজ-মেরুন খেলবে নতুন নামে। মোহনবাগান সুপার জায়ান্টস নাম হল বাগান-শিবিরের। (Pic Courtesy-ISL Website)
আইএসএল ২০২২-২৩ মরসুমের চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান উইনার্স ট্রফি পাওয়ার পাশাপাশি পেয়েছে ৬ কোটি টাকা। (Pic Courtesy-ISL Website)
এটিকে মোহনবাগানে চ্যাম্পিয়ন ট্রফি আসার পাশাপাশি বাগান শিবিরের প্রহরী বিশাল কাইথ পেয়েছেন এ বারের আইএসএলের গোল্ডেন গ্লাভস পুরস্কার। (Pic Courtesy-ISL Website)