ফুটবলারদের আজ তিনভাগে ভাগ করে, প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করিয়েছেন হাবাস।
2 / 4
গোলকিপারদের আলাদা অনুশীলন করান সবুজ-মেরুন কোচ। পাশাপাশি একদল ফুটবলারদের বল নিয়ে ছোট গোল পোস্টে লক্ষ্যভেদের অনুশীলনও করান স্প্যানিশ কোচ।
3 / 4
মনবীর সিংকে দেখা যায় ওয়েট ট্রেনিং করতে। লিস্টন কোলাসোসহ বেশ কয়েকজন ফুটবলারও তাতে অংশ নেন।
4 / 4
বিদেশি ফুটবলারদের মধ্যে প্রীতমদের সঙ্গে সদ্য ইউরো খেলে আসা জনি কাউকো একমাত্র আজ অনুশীলনে নেমেছিলেন। হুগো বৌমাস শহরে এসে পৌঁছলেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।