ATK Mohun Bagan: আচমকাই মোহনবাগান মাঠে ফেরান্দো
শুক্র সকালে আচমকাই মোহনবাগান মাঠে হাজির কোচ হুয়ান ফেরান্দো। ঘুরে দেখলেন ক্লাব তাঁবু, নতুন জিম। মোহনবাগানের মাঠও ঘুরে দেখেন বাগানের স্প্যানিশ কোচ। ক্যান্টিনে বসে খেলেন স্টু। মঙ্গলবার এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জনের ম্যাচ সবুজ-মেরুনের। তার আগে হঠাৎই মোহনবাগান মাঠ ঘুরে দেখলেন ফেরান্দো।