ATK Mohun Bagan: আচমকাই মোহনবাগান মাঠে ফেরান্দো

শুক্র সকালে আচমকাই মোহনবাগান মাঠে হাজির কোচ হুয়ান ফেরান্দো। ঘুরে দেখলেন ক্লাব তাঁবু, নতুন জিম। মোহনবাগানের মাঠও ঘুরে দেখেন বাগানের স্প্যানিশ কোচ। ক্যান্টিনে বসে খেলেন স্টু। মঙ্গলবার এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জনের ম্যাচ সবুজ-মেরুনের। তার আগে হঠাৎই মোহনবাগান মাঠ ঘুরে দেখলেন ফেরান্দো।

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 08, 2022 | 2:26 PM

1 / 4
মোহনবাগান মাঠে কোচ হুয়ান ফেরান্দো।
ছবি: নিজস্ব

মোহনবাগান মাঠে কোচ হুয়ান ফেরান্দো। ছবি: নিজস্ব

2 / 4
ক্লাবের নতুন জিম ঘুরে দেখলেন বাগান কোচ।

ছবি: নিজস্ব

ক্লাবের নতুন জিম ঘুরে দেখলেন বাগান কোচ। ছবি: নিজস্ব

3 / 4
সকালেই মোহনবাগান মাঠে হাজির রয় কৃষ্ণাদের কোচ।

ছবি: নিজস্ব

সকালেই মোহনবাগান মাঠে হাজির রয় কৃষ্ণাদের কোচ। ছবি: নিজস্ব

4 / 4
প্রথমবার মোহনবাগান মাঠে কোচ ফেরান্দো। সমর্থকরা দেখেই ছবি তুললেন কোচের সঙ্গে।

ছবি: নিজস্ব

প্রথমবার মোহনবাগান মাঠে কোচ ফেরান্দো। সমর্থকরা দেখেই ছবি তুললেন কোচের সঙ্গে। ছবি: নিজস্ব