ডুরান্ড কাপ থেকে মোহনবাগান বিদায় নেওয়ার পর, বাগান সমর্থকরা ভেবেছিল, এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে হাসি ফুটবে তাদের মুখে। কিন্তু তা হয়নি। (নিজস্ব চিত্র)
মালয়েশিয়ার ক্লাব কুয়ালামপুর এফসির বিরুদ্ধে ৩-১ ব্যবধানে হেরে এএফসি কাপ থেকে বিদায় নিয়েছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুনের ফোকাসে এ বার আইএসএল। (নিজস্ব চিত্র)
সেই লক্ষ্যে আইএসএলের প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগান। এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলা বিদেশিদের বিশ্রাম দেওয়া হয়েছিল। (নিজস্ব চিত্র)
অজি তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস, ফরাসি তারকা হুগো বোমাসরা দলের সঙ্গে অনুশীলন করেন। (নিজস্ব চিত্র)
উল্লেখ্য, ১০ অক্টোবর, চেন্নায়িন এফসির বিরুদ্ধে আইএসএলের নতুন মরসুমের প্রথম ম্যাচে নামবে এটিকে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে সবুজ-মেরুনের এ বারের আইএসএলের প্রথম ম্যাচ। (নিজস্ব চিত্র)