UEFA Champions League: ১০ জনের পোর্তোর সঙ্গে ড্র আতলেতিকো মাদ্রিদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 16, 2021 | 3:33 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পোর্তোর (Porto) কাছে থমকে গেল আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid)। সিমিওনের ছেলেরা গোলের মুখ যেমন খুলতে পারেনি পোর্তোর কপালেও গোলের দেখা মেলেনি। ফলে গোলশূন্য ড্র দিয়েই ম্যাচ শেষ করেন সুয়ারেজ-পেপেরা। এই ম্যাচে ড্রয়ের ফলে এ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ ও তৃতীয় স্থানে রয়েছে পোর্তো।

1 / 4
পোর্তোর বিরুদ্ধে ঘরের মাঠে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি লুইস সুয়ারেজ (Luis Suarez)। (সৌজন্যে- আতলেতিকো মাদ্রিদ টুইটার)

পোর্তোর বিরুদ্ধে ঘরের মাঠে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি লুইস সুয়ারেজ (Luis Suarez)। (সৌজন্যে- আতলেতিকো মাদ্রিদ টুইটার)

2 / 4
 প্রথম একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন বার্সেলোনা ছেড়ে আসা আতোয়া গ্রিজম্যান (Antoine Griezmann)। তবে তিনিও গোল করতে পারেননি। (সৌজন্যে- আতলেতিকো মাদ্রিদ টুইটার)

প্রথম একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন বার্সেলোনা ছেড়ে আসা আতোয়া গ্রিজম্যান (Antoine Griezmann)। তবে তিনিও গোল করতে পারেননি। (সৌজন্যে- আতলেতিকো মাদ্রিদ টুইটার)

3 / 4
দলকে গোল এনে দিতে পারেননি পোর্তো অধিনায়ক পেপে (Pepe)। (সৌজন্যে-পোর্তো টুইটার)

দলকে গোল এনে দিতে পারেননি পোর্তো অধিনায়ক পেপে (Pepe)। (সৌজন্যে-পোর্তো টুইটার)

4 / 4
ম্যাচের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন পোর্তোর ডিফেন্ডার চান্সেল এমবেম্বা মানগুলু (Chancel Mbemba Mangulu)। তারপরও গোল জোটেনি সুয়ারেজদের কপালে। (সৌজন্যে-পোর্তো টুইটার)

ম্যাচের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন পোর্তোর ডিফেন্ডার চান্সেল এমবেম্বা মানগুলু (Chancel Mbemba Mangulu)। তারপরও গোল জোটেনি সুয়ারেজদের কপালে। (সৌজন্যে-পোর্তো টুইটার)

Next Photo Gallery