পোর্তোর বিরুদ্ধে ঘরের মাঠে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি লুইস সুয়ারেজ (Luis Suarez)। (সৌজন্যে- আতলেতিকো মাদ্রিদ টুইটার)
প্রথম একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন বার্সেলোনা ছেড়ে আসা আতোয়া গ্রিজম্যান (Antoine Griezmann)। তবে তিনিও গোল করতে পারেননি। (সৌজন্যে- আতলেতিকো মাদ্রিদ টুইটার)
দলকে গোল এনে দিতে পারেননি পোর্তো অধিনায়ক পেপে (Pepe)। (সৌজন্যে-পোর্তো টুইটার)
ম্যাচের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন পোর্তোর ডিফেন্ডার চান্সেল এমবেম্বা মানগুলু (Chancel Mbemba Mangulu)। তারপরও গোল জোটেনি সুয়ারেজদের কপালে। (সৌজন্যে-পোর্তো টুইটার)