Bangla NewsPhoto gallery Atletico Madrid and Porto UEFA Champions League match ends with a goalless draw
UEFA Champions League: ১০ জনের পোর্তোর সঙ্গে ড্র আতলেতিকো মাদ্রিদের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পোর্তোর (Porto) কাছে থমকে গেল আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid)। সিমিওনের ছেলেরা গোলের মুখ যেমন খুলতে পারেনি পোর্তোর কপালেও গোলের দেখা মেলেনি। ফলে গোলশূন্য ড্র দিয়েই ম্যাচ শেষ করেন সুয়ারেজ-পেপেরা। এই ম্যাচে ড্রয়ের ফলে এ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ ও তৃতীয় স্থানে রয়েছে পোর্তো।