UEFA Champions League: ম্যান সিটি-আতলেতিকোর ধুন্ধুমার লড়াই, সেমিতে গুয়ার্দিওলার দল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 14, 2022 | 11:50 AM

আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। দুই দলের ফুটবলাররা ম্যাচের মাঝেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে দুই দলের খেলোয়াড়দের ঝামেলা থামে। তবে গোলশূন্য ড্র করেও দুই লেগের ফল মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

1 / 4
আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)।

আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)।

2 / 4
দুই দলের ফুটবলাররা ম্যাচ চলাকালীন জড়িয়ে পড়েন হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে আসতে হয় পুলিশকে।

দুই দলের ফুটবলাররা ম্যাচ চলাকালীন জড়িয়ে পড়েন হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে আসতে হয় পুলিশকে।

3 / 4
কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গোলশূন্য ড্র করেও সেমির টিকিট পেয়ে গিয়েছেন ফিল ফডেনরা।

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গোলশূন্য ড্র করেও সেমির টিকিট পেয়ে গিয়েছেন ফিল ফডেনরা।

4 / 4
দুই লেগের ফলাফল মিলিয়ে ১-০ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেলেন কেভিন ডি ব্রুইনরা।

দুই লেগের ফলাফল মিলিয়ে ১-০ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেলেন কেভিন ডি ব্রুইনরা।

Next Photo Gallery