Bangla News Photo gallery Atletico Madrid vs Manchester City UCL match ends with a goalless draw and Man city reach UCL semifinals
UEFA Champions League: ম্যান সিটি-আতলেতিকোর ধুন্ধুমার লড়াই, সেমিতে গুয়ার্দিওলার দল
আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। দুই দলের ফুটবলাররা ম্যাচের মাঝেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে দুই দলের খেলোয়াড়দের ঝামেলা থামে। তবে গোলশূন্য ড্র করেও দুই লেগের ফল মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল পেপ গুয়ার্দিওলার ছেলেরা।