Pat Cummins: বাইরন বে-তে ধুমধাম করে বেকির সঙ্গে বিয়ে সেরে নিলেন প্যাট কামিন্স

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 01, 2022 | 7:29 PM

দীর্ঘদিনের বান্ধবী বেকি বস্টনের (Becky Boston) সঙ্গে অবশেষে বিয়েটা সেরে নিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। বায়রন বে-তে ধুমধাম করে প্যাট-বেকির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের নিকট সদস্যরা, প্যাটের সতীর্থরাও।

1 / 5
দীর্ঘদিনের বান্ধবী বেকি বস্টনের (Becky Boston) সঙ্গে অবশেষে বিয়েটা সেরে নিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। বায়রন বে-তে ধুমধাম করে প্যাট-বেকির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের নিকট সদস্যরা, প্যাটের সতীর্থরাও। (ছবি-বেকি বস্টন ইন্সটাগ্রাম)

দীর্ঘদিনের বান্ধবী বেকি বস্টনের (Becky Boston) সঙ্গে অবশেষে বিয়েটা সেরে নিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। বায়রন বে-তে ধুমধাম করে প্যাট-বেকির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের নিকট সদস্যরা, প্যাটের সতীর্থরাও। (ছবি-বেকি বস্টন ইন্সটাগ্রাম)

2 / 5
সদ্য বিবাহিত... এই ক্যাপশন লিখেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন কামিন্স। অজি টেস্ট দলের অধিনায়ক ও কেকেআরের তারকা ক্রিকেটার প্যাট কামিন্সের স্ত্রী হলেন বেকি বস্টন। এক সন্তানের মা সুন্দরী বেকি পেশায় হলেন একজন ইন্টিরিয়র ডিজাইনার। (ছবি-প্যাট কামিন্স টুইটার)

সদ্য বিবাহিত... এই ক্যাপশন লিখেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন কামিন্স। অজি টেস্ট দলের অধিনায়ক ও কেকেআরের তারকা ক্রিকেটার প্যাট কামিন্সের স্ত্রী হলেন বেকি বস্টন। এক সন্তানের মা সুন্দরী বেকি পেশায় হলেন একজন ইন্টিরিয়র ডিজাইনার। (ছবি-প্যাট কামিন্স টুইটার)

3 / 5
২০১৩ সালে বেকি বস্টনের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্যাট কামিন্সের। এর পর ২০২০ সালের জুন মাসে প্যাট ও বেকির এনগেজমেন্ট হয়। কিন্তু করোনার কারণে সেই সময় তাঁদের বিয়ে হয়ে ওঠেনি। (ছবি-বেকি বস্টন ইন্সটাগ্রাম)

২০১৩ সালে বেকি বস্টনের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্যাট কামিন্সের। এর পর ২০২০ সালের জুন মাসে প্যাট ও বেকির এনগেজমেন্ট হয়। কিন্তু করোনার কারণে সেই সময় তাঁদের বিয়ে হয়ে ওঠেনি। (ছবি-বেকি বস্টন ইন্সটাগ্রাম)

4 / 5
প্যাট-বেকির দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল। অজি তারকা কামিন্সের স্ত্রী অবশ্য অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইংল্যান্ডনিবাসী। (ছবি-বেকি বস্টন ইন্সটাগ্রাম)

প্যাট-বেকির দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল। অজি তারকা কামিন্সের স্ত্রী অবশ্য অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইংল্যান্ডনিবাসী। (ছবি-বেকি বস্টন ইন্সটাগ্রাম)

5 / 5
প্যাট ও বেকির একমাত্র পুত্র সন্তানের নাম এলবি। গত বছরের অক্টোবরে তাঁর জন্ম। মাত্র নয় মাস বয়স তার। (ছবি-বেকি বস্টন ইন্সটাগ্রাম)

প্যাট ও বেকির একমাত্র পুত্র সন্তানের নাম এলবি। গত বছরের অক্টোবরে তাঁর জন্ম। মাত্র নয় মাস বয়স তার। (ছবি-বেকি বস্টন ইন্সটাগ্রাম)

Next Photo Gallery