Shane Warne: এমসিজিতে শেন ওয়ার্নের নামে স্ট্যান্ডের উন্মোচন, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 30, 2022 | 7:53 PM

মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মারা গিয়েছেন শেন ওয়ার্ন (Shane Warne)। বিখ্যাত এমসিজি গ্রাউন্ডে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হল। স্টেডিয়ামের দক্ষিণ দিকের স্ট্যান্ড ওয়ার্নের নামে নামাঙ্কিত করা হয়েছে। তার উদ্বোধন করলেন ওয়ার্নের সন্তানরা।

1 / 4
এমসিজি গ্রাউন্ডে ৫০ হাজার দর্শকদের উপস্থিতিতে শ্রদ্ধা জানানো হল কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্নকে। (ছবি-আইসিসি টুইটার)

এমসিজি গ্রাউন্ডে ৫০ হাজার দর্শকদের উপস্থিতিতে শ্রদ্ধা জানানো হল কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্নকে। (ছবি-আইসিসি টুইটার)

2 / 4
এমসিজি গ্রাউন্ডের স্টেডিয়ামের দক্ষিণ দিকের স্ট্যান্ড ওয়ার্নের নামে নামাঙ্কিত করা হয়েছে। (ছবি-আইসিসি টুইটার)

এমসিজি গ্রাউন্ডের স্টেডিয়ামের দক্ষিণ দিকের স্ট্যান্ড ওয়ার্নের নামে নামাঙ্কিত করা হয়েছে। (ছবি-আইসিসি টুইটার)

3 / 4
শেন ওয়ার্ন স্ট্যান্ড উদ্বোধনে হাজির ছিলেন তাঁর তিন সন্তান সামার ওয়ার্ন, জ্যাকসন ওয়ার্ন ও ব্রুক ওয়ার্ন। (ছবি-আইসিসি টুইটার)

শেন ওয়ার্ন স্ট্যান্ড উদ্বোধনে হাজির ছিলেন তাঁর তিন সন্তান সামার ওয়ার্ন, জ্যাকসন ওয়ার্ন ও ব্রুক ওয়ার্ন। (ছবি-আইসিসি টুইটার)

4 / 4
ওয়ার্নিকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন অ্যালেন বর্ডার, মার্ক টেলর, ব্রায়ান লারারা। ভার্চুয়ালি শ্রদ্ধা জানিয়েছেন সচিন তেন্ডুলকরও। (ছবি-আইসিসি টুইটার)

ওয়ার্নিকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন অ্যালেন বর্ডার, মার্ক টেলর, ব্রায়ান লারারা। ভার্চুয়ালি শ্রদ্ধা জানিয়েছেন সচিন তেন্ডুলকরও। (ছবি-আইসিসি টুইটার)

Next Photo Gallery