Bangla NewsPhoto gallery Australian cricket legend Shane Warne Stand is unveiled at the MCG by his children
Shane Warne: এমসিজিতে শেন ওয়ার্নের নামে স্ট্যান্ডের উন্মোচন, দেখুন ছবি
মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মারা গিয়েছেন শেন ওয়ার্ন (Shane Warne)। বিখ্যাত এমসিজি গ্রাউন্ডে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হল। স্টেডিয়ামের দক্ষিণ দিকের স্ট্যান্ড ওয়ার্নের নামে নামাঙ্কিত করা হয়েছে। তার উদ্বোধন করলেন ওয়ার্নের সন্তানরা।