ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স সাবালেঙ্কার। টেনিসের পাশাপাশি ক্যামেরার সামনে পোজ দিতে ভীষণ ভালোবাসেন সদ্য গ্র্যান্ড স্লামজয়ী তারকা। (ছবি:ইনস্টাগ্রাম)
সাবালেঙ্কা বেড়াতে ভীষণ ভালোবাসেন। ছুটি পেতেই বেরিয়ে পড়েন বিখ্যাত ভ্রমণস্থানগুলিতে। টেনিস তারকার ইনস্টাগ্রাম সেইসব ছবিতে পরিপূর্ণ।(ছবি:ইনস্টাগ্রাম)
অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সাবালেঙ্কার ইনস্টা অ্যাকাউন্টে চোখ বোলানোর মতো মানুষের অভাব নেই।(ছবি:ইনস্টাগ্রাম)
ইনস্টাতে বেলারুশের টেনিস খেলোয়াড়ের চার লাখের বেশি ফলোয়ার্স। সাবালেঙ্কা বোল্ড ফটোশুট করান প্রায়ই। অনুরাগীরা সেসব ভীষণ পছন্দ করেন।(ছবি:ইনস্টাগ্রাম)
সাবালেঙ্কার বাবা ছিলেন হকি খেলোয়াড়। বাবার দেখাদেখি হকি খেলা শুরু করেন সাবালেঙ্কা। তাহলে টেনিসে ঝোঁক হল কীভাবে?(ছবি:ইনস্টাগ্রাম)
একদিন বাবার সঙ্গে গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। পথে টেনিস কোর্ট দেখতে পান। বাবাকে অনুরোধ করে টেনিস কোর্টে যান। প্রথমবারই টেনিস কোর্টকে পছন্দ করে ফেলেছিলেন।(ছবি:ইনস্টাগ্রাম)
কেরিয়ারে ১৮টি খেতাব জিতেছেন সাবালেঙ্কা। ১২টি ট্রফি সিঙ্গলসে ও ৬টি ডাবলস। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার সিঙ্গলস খেতাব জিতেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)
সাবালেঙ্কা বর্তমানে মেয়েদের সিঙ্গলসে বিশ্বের ২ নম্বর খেলোয়াড়। অতীতে ডাবলসেও এক নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন সাবালেঙ্কা।(ছবি:ইনস্টাগ্রাম)