
মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় ঢাকে কাঠি পড়া। আশ্বিন মাসের শুক্লপক্ষে কৈলাশ থেকে মর্ত্যে সপরিবারে নেমে আসেন দেবী দুর্গা। বাঙালির কাছে কন্যাসমা উমা। মনে করা হয়, এই সময় যারা উমার আরাধনা করেন, তাঁরা দেবীর কৃপায় জীবনে প্রচুর সুখ-সমৃদ্ধি পেয়ে থাকেন।

জীবনে সমস্যা কাটাতে দেবীপক্ষের সময় বেশ কিছু প্রতিকার মেনে চললে অনেক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। কিন্তু দুর্গার আরাধনার সময় বেশ কিছু বিষয়ের বিশেষ খেয়াল রাখা উচিত। দুর্গার আরাধনা করার সময় যদি এই ৫টি ভুল হয়ে থাকে, তাহলে জানবেন আপনি দুর্গার কৃপা থেকে বঞ্চিত হতে পারেন। যে আপনি যতই চেষ্টা করুন না কেন, ব্রাত্য থাকবেন আশীর্বাদ থেকে।

শারদীয়া দুর্গাপুজোয় দুর্গার বিভিন্ন রূপের আরাধনা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আসে। বিশ্বাস করা হয়, এই দিনগুলিতে নিষ্ঠা ও ভক্তি-সহকারে আরাধনা করলে জীবনে সমৃদ্ধি নেমে আসে। শুধু তাই নয়, ভক্তের জীবনে নানা সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। নবরাত্রিতে নয়দিন ধরে উপবাসের গুরুত্ব বেশি। এই নয়দিনে দেবীর আরাধনা করার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলি বিশেষ খেয়াল রাখতে হবে।

পুজোর মাঝখানে উঠবেন না: দেবী দুর্গার আরাধনা করলে অবশ্যই চালিসা, মন্ত্র বা দুর্গা সপ্তশতী পাঠ করা উচিত। মন স্থির রেখে পুজো করা উচিত। রীতি অনুযায়ী, দুর্গার আরাধনার সময় কখনও উঠে যাবেন নায পুজোয় মন্ত্র পাঠ করার সময় মাঝপথে উঠে যাবেন না।

দূর্বা: মহামায়ার পুজোয় দূর্বা ব্যবহার করা উচিত নয় একেবারেই। দূর্বা শুধু দুর্গা নয়, বেশ কিছু দেব-দেবীর বন্দনার সময়ও ব্যবহার করা নিষিদ্ধ। শুধুমাত্র গণেশকে দেওয়া হয়।

কোন ফুল অর্পন করবেন: শুধু লাল চন্দন দিয়ে দুর্গার নামে তিলক পরুন। অন্য কোনও চন্দন ব্যবহার করবেন না। এছাড়াও দেবী দুর্গাকে শুধুমাত্র লাল ও হলুদ রঙের ফুল নিবেদন করা উচিত। লাল ও হলুদ রঙ দুর্গার অত্যন্ত প্রিয় রঙ। তাই ফুলও প্রদান করুন ওই রঙের। বিশেষ করে জবা ও গোলাপ ফুল নিবেদন করলে দুর্গার আশীর্বাদপ্রাপ্ত হতে পারেন।

দূর্গা সপ্তশতী পাঠ: দেবীপক্ষের সময় দুর্গা সপ্তশতী পাঠ করার সময় কণ্ঠস্বর যতটা পারুন সংযত রাখুন। মৃদু সুরে সপ্তশতী পাঠ করা উচিত। এমন সুরে পাঠ করুন যাতে পরিবারের অন্যরাও তা শুনতে পারেন।

অখণ্ড জ্যোতি: মাথায় রাখবেন, শারদীয়া দুর্গাপুজোর সময় কোনও বাসি ফুল ব্যবহার করা উচিত নয়। যদি অখন্ড জ্যোত জ্বালিয়ে থাকেন তাহলে কখনও সেই প্রদীপকে একা রাখবেন না। রাতেও মেঝেতে কাপড় বিছিয়ে ঘুমনোর চেষ্টা করুন।