Ram Temple Pics: দ্বারোদ্ঘাটনের আগে অযোধ্যার রাম মন্দিরের ছবি প্রকাশিত, কেমন দেখতে হচ্ছে?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 29, 2023 | 7:12 PM

Ayodhya Ram Temple: অযোধ্যার রাম মন্দির দ্বারোদ্ঘাটনের আর কয়েক মাস বাকি। তার আগে রাম মন্দির ট্রাস্টের তরফে গর্ভগৃহ-সহ মন্দিরের অসাধারণ কারুকাজের ছবি প্রকাশিত হল। সেই ছবিতে ধরা পড়েছে, দেশের দক্ষ কারিগরদের হাতের কাজ।

1 / 8
অযোধ্যার রাম মন্দির।

অযোধ্যার রাম মন্দির।

2 / 8
 রাম মন্দিরের ভিতরের দেওয়াল থেকে ছাদ পর্যন্ত বিশেষ কারুকাজ সম্পন্ন।

রাম মন্দিরের ভিতরের দেওয়াল থেকে ছাদ পর্যন্ত বিশেষ কারুকাজ সম্পন্ন।

3 / 8
অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের দেওয়াল থেকে ছাদ  বিশেষ কারুকাজ সম্বলিত। পাথর খোদাই করে বিশেষ নকশা করেছেন শিল্পীরা।

অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের দেওয়াল থেকে ছাদ বিশেষ কারুকাজ সম্বলিত। পাথর খোদাই করে বিশেষ নকশা করেছেন শিল্পীরা।

4 / 8
প্রাচীন যুগের আদলেই রাম মন্দিরের ভিতরের অংশজুড়ে রয়েছে গম্বুজাকৃতি একাধিক স্তম্ভ। দেওয়াল ও ছাদে জালি-জালি বিশেষ কারুকাজ করা হয়েছে।

প্রাচীন যুগের আদলেই রাম মন্দিরের ভিতরের অংশজুড়ে রয়েছে গম্বুজাকৃতি একাধিক স্তম্ভ। দেওয়াল ও ছাদে জালি-জালি বিশেষ কারুকাজ করা হয়েছে।

5 / 8
রাম মন্দিরের গর্ভগৃহের দরজা সোনা-খচিত ও বিশেষ কারুকাজ সম্বলিত।

রাম মন্দিরের গর্ভগৃহের দরজা সোনা-খচিত ও বিশেষ কারুকাজ সম্বলিত।

6 / 8
রাম মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারটিও বিশেষ নকশা সম্বলিত ও পাদুকা চিহ্ন দিয়ে করা হয়েছে। যা সকলের নজর কাড়বে।

রাম মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারটিও বিশেষ নকশা সম্বলিত ও পাদুকা চিহ্ন দিয়ে করা হয়েছে। যা সকলের নজর কাড়বে।

7 / 8
দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির নির্মাণে অংশগ্রহণ করেছে দেশের দক্ষ কারিগররা। তারই নজির ফুটে উঠেছে দেওয়ালের কারুকাজে।

দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির নির্মাণে অংশগ্রহণ করেছে দেশের দক্ষ কারিগররা। তারই নজির ফুটে উঠেছে দেওয়ালের কারুকাজে।

8 / 8
হাতে আর খুব বেশি সময় নেই। তাই মন্দির দেওয়ালে নকশার শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে।

হাতে আর খুব বেশি সময় নেই। তাই মন্দির দেওয়ালে নকশার শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে।

Next Photo Gallery