B-Town beauties: ৪০ পেরলেই সব শেষ নয়, ৪৩ অথবা ৪৬ বছরেই প্রথম মা ডাক শুনেছেন ওঁরা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 18, 2022 | 12:25 PM

Bollywood: ৪০ বছর পার হয়ে যাওয়া মানেই কি জীবনের ইতি? যাবতীয় শখ আহ্লাদের পরিসমাপ্তি? এমনটা কিন্তু মোটেও নয়। ওই সময় থেকেই কার্যত জীবন শুরু। বারেবারেই প্রমাণ করেছেন বলিউডের এই নায়িকারা। কেউ প্রথম আবার কেউ বা দ্বিতীয়বার মা ডাক শুনেছেন ৪০ পেরিয়েই। এঁ

1 / 7
৪০ বছর পার হয়ে যাওয়া মানেই কি জীবনের ইতি? যাবতীয় শখ আহ্লাদের পরিসমাপ্তি? এমনটা কিন্তু মোটেও নয়। ওই সময় থেকেই কার্যত জীবন শুরু। বারেবারেই প্রমাণ করেছেন বলিউডের এই নায়িকারা। কেউ প্রথম আবার কেউ বা দ্বিতীয়বার মা ডাক শুনেছেন ৪০ পেরিয়েই। এঁ

৪০ বছর পার হয়ে যাওয়া মানেই কি জীবনের ইতি? যাবতীয় শখ আহ্লাদের পরিসমাপ্তি? এমনটা কিন্তু মোটেও নয়। ওই সময় থেকেই কার্যত জীবন শুরু। বারেবারেই প্রমাণ করেছেন বলিউডের এই নায়িকারা। কেউ প্রথম আবার কেউ বা দ্বিতীয়বার মা ডাক শুনেছেন ৪০ পেরিয়েই। এঁ

2 / 7
এখনও মা ডাক শোনেননি বিপাশা বসু। তবে খুব শীঘ্রই শুনতে চলেছেন তিনি। এই মুহূর্তে অন্তঃসত্ত্বা অভিনেত্রী। বয়স তাঁর ৪৩ বছর।

এখনও মা ডাক শোনেননি বিপাশা বসু। তবে খুব শীঘ্রই শুনতে চলেছেন তিনি। এই মুহূর্তে অন্তঃসত্ত্বা অভিনেত্রী। বয়স তাঁর ৪৩ বছর।

3 / 7
করিনার দ্বিতীয় সন্তান জাহাঙ্গীরের জন্মের সময়ও কিন্তু তিনি ৪০ ছাড়িয়ে গিয়েছেন। তাতে কী? জীবন তো থমকে যায়নি।

করিনার দ্বিতীয় সন্তান জাহাঙ্গীরের জন্মের সময়ও কিন্তু তিনি ৪০ ছাড়িয়ে গিয়েছেন। তাতে কী? জীবন তো থমকে যায়নি।

4 / 7
৪৩ বছর বয়সে তিন সন্তানের জন্ম দেন ফারহা খান। তাঁর দুই মেয়ে ও এক ছেলে সুস্থ ভাবেই জন্ম নিয়েছিল পৃথিবীতে।

৪৩ বছর বয়সে তিন সন্তানের জন্ম দেন ফারহা খান। তাঁর দুই মেয়ে ও এক ছেলে সুস্থ ভাবেই জন্ম নিয়েছিল পৃথিবীতে।

5 / 7
কে বলেছেন জন্ম না দিলেই মা হওয়া যায় না? মায়ের দায়িত্ব পালনই আসল কথা। তাই ৪৬ বছর বয়সে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম দেন প্রীতি জিন্টা।

কে বলেছেন জন্ম না দিলেই মা হওয়া যায় না? মায়ের দায়িত্ব পালনই আসল কথা। তাই ৪৬ বছর বয়সে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম দেন প্রীতি জিন্টা।

6 / 7
সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেন শিল্পা শেট্টিও। প্রথম সন্তানের জন্মের পর বেশ কিছু দিন ধরেই সন্তানধারণের চেষ্টা করছিলেন শিল্পা। ধারণ করতে না পাড়ায় তিনি সারোগেসির সাহায্য নেন। ঘর আলো করে আসে ছোট্ট মেয়ে।

সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেন শিল্পা শেট্টিও। প্রথম সন্তানের জন্মের পর বেশ কিছু দিন ধরেই সন্তানধারণের চেষ্টা করছিলেন শিল্পা। ধারণ করতে না পাড়ায় তিনি সারোগেসির সাহায্য নেন। ঘর আলো করে আসে ছোট্ট মেয়ে।

7 / 7
গত বছরেই সন্তানের জন্ম দিয়েছেন নেহা ধুপিয়া। তখন তাঁর ৪০ পেরিয়ে গিয়েছে।

গত বছরেই সন্তানের জন্ম দিয়েছেন নেহা ধুপিয়া। তখন তাঁর ৪০ পেরিয়ে গিয়েছে।

Next Photo Gallery