Bangla NewsPhoto gallery Babar Azam creates massive record despite missing ton against West Indies in 2nd ODI
Babar Azam: বাবর আজমের মুকুটে উঠল নয়া পালক
পাকিস্তানের (Pakistan) মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে চলা তিন ম্যাচের ওয়ান ডে (ODI) সিরিজের দ্বিতীয় ম্যাচে এক নয়া রেকর্ড গড়লেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। মুলতানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৯৩ বলে ৭৭ রান করেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে প্রথম ব্যাটার হিসেবে পর পর নয়টি ইনিংসে অর্ধশতরানের রেকর্ড গড়লেন বাবর। বিশ্বের কোনও ব্যাটারের নামের পাশে আর এই রেকর্ড নেই। বাবরের এই রেকর্ড এল কোন পথে দেখে নিন ছবিতে...