Babar Azam: পুরস্কারের ঢল, আইসিসি অ্যাওয়ার্ড নিয়ে কেতাবি পোজ বাবর ‘রাজা’র
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Feb 02, 2023 | 4:08 PM
বাবর আজমের নেতৃত্বে ঘরের মাঠে যতই পাকিস্তান খারাপ পারফরম্যান্স দিক, বছরের প্রথমে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার জোড়া পুরস্কার জিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন পাক অধিনায়ক।
1 / 8
টানা দু'বার ওডিআইতে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২০২১ সালের পর ২০২২-এও আইসিসি পুরস্কারে বাবরের দাপট। (ছবি:টুইটার)
2 / 8
বাবরের আইসিসি পুরস্কার অর্জনে গদগদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নজর শেঠি। স্টেডিয়ামে পাক অধিনায়ক ও আইসিসি ট্রফির সঙ্গে পোজ দিলেন তিনিও। (ছবি:টুইটার)
3 / 8
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফিও জিতে নিয়েছেন বাবর। (ছবি:টুইটার)
4 / 8
বাবর আজমের নেতৃত্বে ঘরের মাঠে যতই পাকিস্তান খারাপ পারফরম্যান্স দিক, বছরের প্রথমে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার জোড়া পুরস্কার জিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন পাক অধিনায়ক।(ছবি:টুইটার)
5 / 8
আইসিসি পুরস্কার জেতার পর ক্যামেরার সামনে পোজ দিলেন বাবর। (ছবি:টুইটার)
6 / 8
কোট, প্যান্ট, বো টাইয়ে কেতাদুরস্ত লাগছিল তাঁকে। টুইটারে ছবি পোস্ট করে লিখছেন, "তুমিই তোমার জাদু ছড়িয়েছ।" (ছবি:টুইটার)
7 / 8
বাবরের নেতৃত্বে গতবছর এশিয়া কাপের ফাইনাল খেলেছিল পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের ফাইনালেও খেলে। যদিও কাপ জেতা হয়নি। (ছবি:টুইটার)
8 / 8
২০২২ সালে সবকটি ফরম্যাটে ৪৪টি ম্যাচ খেলে ২৫৯৮ রান সংগ্রহ করেছিলেন বাবর। গড় ছিল ৫৪.১২। (ছবি:টুইটার)