২০২৫ সালে জন্মানো শিশুদের বদলে যাবে পরিচয়, ডাকা হবে অন্য নামে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 30, 2024 | 1:39 PM

Generation Beta: কতটা আলাদা হবে 'বিটা বেবি'দের জীবন? এই নতুন প্রজন্মের গোটা জীবনটাই প্রযুক্তি দিয়ে মোড়া হবে। ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে ঢুকে পড়বে অত্যাধুনিক প্রযুক্তি। তারাই জীবন পরিচালন করবে।

1 / 8
দেখতে দেখতে পার আরও একটা বছর। ২০২৪ সালকে পিছনে ফেলে পা রাখতে চলেছে ২০২৫ সালে।

দেখতে দেখতে পার আরও একটা বছর। ২০২৪ সালকে পিছনে ফেলে পা রাখতে চলেছে ২০২৫ সালে।

2 / 8
এই নতুন বছর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ ২০২৫ সাল থেকেই আসতে চলেছে এক নতুন প্রজন্ম। বিশ্বের জনসংখ্যার চিত্রটা বদলাবে এরাই।

এই নতুন বছর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ ২০২৫ সাল থেকেই আসতে চলেছে এক নতুন প্রজন্ম। বিশ্বের জনসংখ্যার চিত্রটা বদলাবে এরাই।

3 / 8
যারা ১৯৯৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে জন্মেছেন, তাদের জেন-জ়ি বলা হয়। তাদের পরের প্রজন্ম হল জেনারেশন আলফা। ২০১০ সাল থেকো ২০২৪ সালের মধ্যে জন্ম যাদের, তারাই জেন-আলফা।

যারা ১৯৯৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে জন্মেছেন, তাদের জেন-জ়ি বলা হয়। তাদের পরের প্রজন্ম হল জেনারেশন আলফা। ২০১০ সাল থেকো ২০২৪ সালের মধ্যে জন্ম যাদের, তারাই জেন-আলফা।

4 / 8
এবার ২০২৫ সাল থেকে শুরু হতে চলেছে আরেকটি নতুন প্রজন্মের। ২০২৫ সালে যারা জন্মাবে, তারা হবে জেনারেশন বিটা।

এবার ২০২৫ সাল থেকে শুরু হতে চলেছে আরেকটি নতুন প্রজন্মের। ২০২৫ সালে যারা জন্মাবে, তারা হবে জেনারেশন বিটা।

5 / 8
কতটা আলাদা হবে 'বিটা বেবি'দের জীবন? এই নতুন প্রজন্মের গোটা জীবনটাই প্রযুক্তি দিয়ে মোড়া হবে। ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে ঢুকে পড়বে অত্যাধুনিক প্রযুক্তি। তারাই জীবন পরিচালন করবে।

কতটা আলাদা হবে 'বিটা বেবি'দের জীবন? এই নতুন প্রজন্মের গোটা জীবনটাই প্রযুক্তি দিয়ে মোড়া হবে। ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে ঢুকে পড়বে অত্যাধুনিক প্রযুক্তি। তারাই জীবন পরিচালন করবে।

6 / 8
জেনারেশন আলফা যেমন আধুনিক প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেছে, তেমনই জেনারেশন বিটা নিজে থেকেই চালিত পরিবহন ব্যবস্থা দেখবে।

জেনারেশন আলফা যেমন আধুনিক প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেছে, তেমনই জেনারেশন বিটা নিজে থেকেই চালিত পরিবহন ব্যবস্থা দেখবে।

7 / 8
 স্বাস্থ্যক্ষেত্রের আধুনিক প্রযুক্তি, যা শরীরের খুঁটিনাটির উপরে নজর রাখবে, তেমন প্রযুক্তি পরে থাকবে সর্বক্ষণ। দৈনন্দিন জীবনের অন্যতম অংশ হবে ভার্চুয়াল পরিবেশ।

স্বাস্থ্যক্ষেত্রের আধুনিক প্রযুক্তি, যা শরীরের খুঁটিনাটির উপরে নজর রাখবে, তেমন প্রযুক্তি পরে থাকবে সর্বক্ষণ। দৈনন্দিন জীবনের অন্যতম অংশ হবে ভার্চুয়াল পরিবেশ।

8 / 8
জেনারেশন বিটা-কে জলবায়ু পরিবর্তন, ব্যাপক নগরায়ন ও জনসংখ্যায় ভয়ঙ্কর পরিবর্তনের মতো নানা প্রতিবন্ধকতার মুখেও পড়তে হবে।

জেনারেশন বিটা-কে জলবায়ু পরিবর্তন, ব্যাপক নগরায়ন ও জনসংখ্যায় ভয়ঙ্কর পরিবর্তনের মতো নানা প্রতিবন্ধকতার মুখেও পড়তে হবে।

Next Photo Gallery