
ছুটি কাটিয়ে ঘরে ফেরার পর ত্বকে একপ্রকার ক্লান্তি, নিস্তেজ, উজ্জ্বলতা ও মসৃণতার অভাব দেখা যায়। সেক্ষেত্রে কেমন কেমন স্কিনকেয়ার রুটিন ফলো করবে, ত্বককে কেমন সতেজ নেবেন, তা জেনে নিন...


শুষ্ক ত্বকের লালভাব, দাগ ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। ত্বককে অতি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ত্বকের পরিচর্চার জন্য কিছু সহজ টিপস দেওয়া হল, তা দেখে নিন একঝলকে...

এক্সফোলিয়েট- ছুটির পর ত্বককে এক্সফোলিয়েট করা আবশ্যক। ত্বকের গভীরে গিয়ে পরিস্কার করে। সাবান, চুনাপাথর, ব্যাকটেরিয়া, মেকআপের অংশ থাকলে তা পরিস্কার করে দেয়। ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা ফিরে আসে।

ময়েশ্চারাইজার- দীর্ঘ সময় রোদে থাকার কারণে সূর্যের যে ক্ষতি হয় তা একটি শক্তিশালী ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। তাতে অ্যান্টি-রিংকেল গুণাবলী থাকে। এটি ত্বককে হাইড্রেশন বাড়াবে।

ফেস স্ক্রাব- ভ্রমণের সময়, ঘাম, ময়লা এবং সাধারণ স্বাস্থ্যবিধি রুটিনের পরিবর্তনের ফলে জমে থাকা ছিদ্র হতে পারে। একটি ভালো মুখের স্ক্রাব জমে থাকা ছিদ্রগুলি পরিষ্কার করতে সাহায্য করে এবং আপনাকে ব্রণ এবং বলিরেখা থেকে দূরে রাখে।

মাস্কিং- ছুটির আগে হোক বা পরে, মাস্কিং সর্বদা একটি উপাদান, যা ত্বককে তার প্রয়োজনীয় তেল ধরে রাখতে সাহায্য করে এবং তা সতেজ ও মসৃণ রাখতে সাহায্য করে। ত্বকের আর্দ্রতা সরবরাহ করতেও মাস্কিংয়ের প্রয়োজন।

লেবুর জল পান করুন- এটি স্কিন কেয়ার রুটিনের মতো নাও হতে পারে তবে ছুটি থেকে ফিরে আসার পর লেবুর জল পান করলে আপনার ত্বক পুনরায় স্বাভাবিক হতে সাহায্য করেব। সাইট্রাস-ইনফিউজড জল উভয়ই সুপার হাইড্রেটিং এবং রিফ্রেশিং।