Bad Luck Signs: বারে বারে হাত থেকে পড়ে যাচ্ছে বাসনপত্র বা নুনের কৌটো! কোন সংকটের ইঙ্গিত?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 24, 2023 | 9:30 AM

Inauspicious Effects: জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন অশুভ ঘটনাগুলি দেখে আগাম সতর্ক হতে হয়। অর্থসংকট বা জীবনের সবচেয়ে বড় সমস্যার সম্ভাবনার ইঙ্গিতকেই বোঝায়। কোন কোন ঘটনা দেখে আমাদের সাবধান হচতে হবে, তা জেনে নিন এখানে...

1 / 8
অনেক সময় অজান্তেই হাত থেকে বেশ কিছু জিনিস পড়ে যায় বা ছিটকে পড়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বারে বারে এই ঘটনাগুলি ঘটলে সাবধান হোন। কারণ এগুলি সবকিছুই আসন্ন সংকটের সুনামির এক একটি ইঙ্গিত।

অনেক সময় অজান্তেই হাত থেকে বেশ কিছু জিনিস পড়ে যায় বা ছিটকে পড়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বারে বারে এই ঘটনাগুলি ঘটলে সাবধান হোন। কারণ এগুলি সবকিছুই আসন্ন সংকটের সুনামির এক একটি ইঙ্গিত।

2 / 8
দৈনন্দিন কাজে এমন ঘটনা ঘটতেই থাকে। তবে বাস্তু বা জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন অশুভ ঘটনাগুলি দেখে আগাম সতর্ক হতে হয়। অর্থসংকট বা জীবনের সবচেয়ে বড় সমস্যার সম্ভাবনার ইঙ্গিতকেই বোঝায়। কোন কোন ঘটনা দেখে আমাদের সাবধান হচতে হবে, তা জেনে নিন এখানে...

দৈনন্দিন কাজে এমন ঘটনা ঘটতেই থাকে। তবে বাস্তু বা জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন অশুভ ঘটনাগুলি দেখে আগাম সতর্ক হতে হয়। অর্থসংকট বা জীবনের সবচেয়ে বড় সমস্যার সম্ভাবনার ইঙ্গিতকেই বোঝায়। কোন কোন ঘটনা দেখে আমাদের সাবধান হচতে হবে, তা জেনে নিন এখানে...

3 / 8
খাবার বা রান্না করার সময় ভুল করে অনেক সময় হাত থেকে নুন পড়ে যায়। নুনের কৌটো মেঝেতে পড়ে গিয়ে ছড়িয়ে যায়। এমনটা হলে বুঝতে হবে, জীবনে অনেক সমস্যা তৈরি হতে চলেছে।

খাবার বা রান্না করার সময় ভুল করে অনেক সময় হাত থেকে নুন পড়ে যায়। নুনের কৌটো মেঝেতে পড়ে গিয়ে ছড়িয়ে যায়। এমনটা হলে বুঝতে হবে, জীবনে অনেক সমস্যা তৈরি হতে চলেছে।

4 / 8
অনেক সময় গ্যাসে রাখা দুধ ফুটে উথলে ওঠে। একটু অন্যমনস্ক হলেই দুধ ফুটে উপচে পড়ে গোটা গ্যাসে। এমনটা হলে আগেই সাবধান হোন। কারণ উনুনে বা গ্যাসে দুধ উতলে গেলে তা অশুভ বলে মনে করা হয়। যদি এক গ্লাস দুধ হাত থেকে পড়ে যায়, তবে তাও ভাল লক্ষণ নয়।

অনেক সময় গ্যাসে রাখা দুধ ফুটে উথলে ওঠে। একটু অন্যমনস্ক হলেই দুধ ফুটে উপচে পড়ে গোটা গ্যাসে। এমনটা হলে আগেই সাবধান হোন। কারণ উনুনে বা গ্যাসে দুধ উতলে গেলে তা অশুভ বলে মনে করা হয়। যদি এক গ্লাস দুধ হাত থেকে পড়ে যায়, তবে তাও ভাল লক্ষণ নয়।

5 / 8
খাবার খাওয়ার সময় কখনওই এই ভুল করবেন না। খাবার পরিবেশন করার সময় মনে রাখতে হবে যে পরিবেশিত খাবারের একটি কণাও যেন মাটিতে বা মেঝেতে না পড়ে। দেবী লক্ষ্মীর অপমান করা হয় বলে মনে করা হয়। এর মাধ্যমে আর্থিক সমস্যা সম্মুখীন হতে পারে বলে মনে করা হয়।

খাবার খাওয়ার সময় কখনওই এই ভুল করবেন না। খাবার পরিবেশন করার সময় মনে রাখতে হবে যে পরিবেশিত খাবারের একটি কণাও যেন মাটিতে বা মেঝেতে না পড়ে। দেবী লক্ষ্মীর অপমান করা হয় বলে মনে করা হয়। এর মাধ্যমে আর্থিক সমস্যা সম্মুখীন হতে পারে বলে মনে করা হয়।

6 / 8
তেল, বিশেষ করে সরষের তেল শনিদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তেল ছিটিয়ে পড়ে গেলে রুষ্ট হোন শনিদেব।

তেল, বিশেষ করে সরষের তেল শনিদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তেল ছিটিয়ে পড়ে গেলে রুষ্ট হোন শনিদেব।

7 / 8
 তাই তেল সাবধানে ব্যবহার করা উচিত। একই সময়ে, হাত থেকে কালো মরিচ ছড়িয়ে দেওয়াও শুভ বলে মনে করা হয় না।

তাই তেল সাবধানে ব্যবহার করা উচিত। একই সময়ে, হাত থেকে কালো মরিচ ছড়িয়ে দেওয়াও শুভ বলে মনে করা হয় না।

8 / 8
বারবার হাত থেকে বাসনপত্র পড়লে তা অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার সঙ্গে যদি বার বার হতে থাকে, তাহলে বুঝবেন আপনার সঙ্গে বাজে কিছু ঘটতে চলেছে। এমনটা হলে বাস্তুদোষও দেখা যায়। ব্যক্তির জীবনে অনেক ঝামেলা দেখা দিতে পারে। তাতে ধনলক্ষ্মী ক্রুদ্ধ হন।

বারবার হাত থেকে বাসনপত্র পড়লে তা অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার সঙ্গে যদি বার বার হতে থাকে, তাহলে বুঝবেন আপনার সঙ্গে বাজে কিছু ঘটতে চলেছে। এমনটা হলে বাস্তুদোষও দেখা যায়। ব্যক্তির জীবনে অনেক ঝামেলা দেখা দিতে পারে। তাতে ধনলক্ষ্মী ক্রুদ্ধ হন।

Next Photo Gallery