‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির ছয় বছর পূর্ণ, জেনে নিন অজানা গল্প
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Jul 17, 2021 | 4:29 PM
Salman Khan: ছয় বছর পেরিয়ে গেল সলমন খান, করিনা কাপুর অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। কবীর খান পরিচালিত এই ছবিতে শিশু শিল্পী হর্ষালি মালহোত্রা দর্শকের নজর কেড়েছিল।
1 / 7
ছয় বছর পেরিয়ে গেল সলমন খান, করিনা কাপুর অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। কবীর খান পরিচালিত এই ছবিতে শিশু শিল্পী হর্ষালি মালহোত্রা দর্শকের নজর কেড়েছিল।
2 / 7
২০১৫-এ মুক্তিপ্রাপ্ত এই ছবিতে জাত, ধর্ম এবং রাজনীতি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন পরিচালক। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল ছবিটি।
3 / 7
এ প্রসঙ্গে কবীর বলেন, “ঐক্য, ধর্মনিরপেক্ষতা, মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব আমি হৃদয় দিয়ে অনুভব করি। আমার বাবা-মায়ের মিশ্র বিবাহ হয়েছিল। ফলে দু’রকম সংস্কৃতির সেলিব্রেশন দেখে বড় হয়েছি। স্কুলের নাটকে হনুমানের ভূমিকায় অভিনয় করেছিলাম। ফলে অসহিষ্ণুতা আমাকে নাড়া দিত।”
4 / 7
কবীরের মনে হয়েছিল, একজন হিন্দু কেমন ‘আসালামওয়ালেইকুম’ এবং একজন মুসলিম কেন ‘জয় শ্রীরাম’ বলতে পারবেন না, এই ভাবনা থেকেই এই ছবি তৈরি করেছিলেন।
5 / 7
হিন্দু-মুসলিম ধারণাকে বলিউডে খুব কম ছবির মাধ্যমেই স্পষ্ট ভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। বজরঙ্গি ভাইজান, তার মধ্যে অন্যতম।
6 / 7
একই সঙ্গে ভারত-পাক সমস্যা যেটা বহু বছর ধরে চলে আসছে, তারও মূলে আঘাত করতে চেয়েছিলেন কবীর। তিনি অনেকাংশেই সফল বলে মনে করেন দর্শক।
7 / 7
সলমন খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, করিনা কাপুরের মতো মুখ্য অভিনেতাদের চিত্রনাট্য পছন্দ তো নিশ্চয়ই হয়েছিল। একই সঙ্গে তাঁরা এই ধারণার সঙ্গেও কোথাও সহমত বলে জানিয়েছেন পরিচালক।