কাদিসের (Cadiz) ঘরের মাঠে লা লিগার (La Liga) ম্যাচে ৪-০ জিতেছেন রবার্ট লেওয়ানডস্কিরা। ম্যাচের প্রথমার্ধে এক বারও বল জালে জড়াতে পারেনি বার্সেলোনা (Barcelona)। কাতালান ক্লাবের চারটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। এদিনের ম্যাচেও রইল পোলিশ তারকার বড় অবদান। একটি গোল তিনি নিজে করেন, এবং দুটি গোল করতে সহায়তা করেন। টানা ৪ ম্যাচে জয়ের পর লিগ টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে জাভির দল। (ছবি-বার্সেলোনা টুইটার)
গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হওয়ার পর, ম্যাচের ৫৫ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোল করেন ফ্র্যাঙ্কি ডি জং (Frenkie de Jong)। (ছবি-বার্সেলোনা টুইটার)
ফ্র্যাঙ্কির গোলের ১০ মিনিট পর ফের এগিয়ে যায় বার্সা। ৬৫ মিনিটের মাথায় জাল কাঁপান পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। নতুন ক্লাবে যোগ দেওয়ার পরও নিয়মিত গোল করে চলেছেন লেওয়ানডস্কি। (ছবি-বার্সেলোনা টুইটার)
দ্বিতীয়ার্ধে ২ গোলে বার্সা এগিয়ে থাকাকালীন, এক দর্শক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যার ফলে দুই দলের সম্মতিতে দীর্ঘ সময় ম্যাচ বন্ধ থাকে। সেই বিরতির পর, ম্যাচ শুরু হতেই ফের গোল দর্শন হয় বার্সার। ৮৬ মিনিটের মাথায় লেওয়ানডস্কির পাস থেকে গোল করে বার্সাকে ৩-০ এগিয়ে দেন আনসু ফাতি (Ansu Fati)। (ছবি-বার্সেলোনা টুইটার)
সংযুক্ত সময়ে (৯০+২ মিনিটে) লেওয়ানডস্কির পাস থেকে গোল করেন ওসমানে দেম্বেলে (Ousmane Dembele)। যার ফলে কাদিসের মাঠে ৪-০ ম্যাচ জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা। (ছবি-বার্সেলোনা টুইটার)