La Liga: এল ক্লাসিকো জিতে রিয়াল মাদ্রিদের বিজয়রথ থামাল জাভির বার্সা
এল ক্লাসিকো ঘিরে রীতিমতো উত্তেজনার পারদ চড়েছিল এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌ স্টেডিয়ামে। টানা ৫ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারার পর জয়ের দেখা পেল বার্সেলোনা (Barcelona)। লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) ৪-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্ডেজ। একটা সময় এই বার্সেলোনা লিগ টেবলের ৯ নম্বরে নেমে গিয়েছিল। সেখান থেকে জাভি দায়িত্ব নেন কাতালান ক্লাবটির। আর বার্সা এখন টানা ১২ ম্যাচে অপরাজিত রয়েছে।
1 / 4

আর্সেনাল থেকে বার্সায় আসার পর প্রথম এল ক্লাসিকোতে নেমে, ম্যাচের ২৯ ও ৫১ মিনিটে জোড়া গোল করেছেন এমেরিক আবুমেয়াং (Pierre Emerick Aubameyang)।
2 / 4

এল ক্লাসিকোর ৩৮ মিনিটে বার্সার হয়ে গোল করেন রোনাল্ড আরাউজো (Ronald Araujo)।
3 / 4

ম্যাচের ৪৭ মিনিটের মাথায় আবুমেয়াংয়ের পাস থেকে গোল করেন ফেরান তোরেস (Ferran Torres)।
4 / 4

রিয়ালের বিজয়রথ থামানোর পর, এখনও পর্যন্ত লা লিগার ২৮টি ম্যাচে খেলে ১৫টি জয়, ৪টি হার ও ৯টি ড্র করে বার্সার পয়েন্ট ৫৪।