Barcelona vs Real Madrid: রিয়াধে বার্সেলোনার একপেশে জয়, সান্ত্বনার গোল বেঞ্জেমার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 16, 2023 | 8:00 AM

Spanish Super Cup: স্প্যানিশ সুপার কাপে সুপার্ব জয় বার্সেলোনার। রিয়াধে স্প্য়ানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। এক পেশে ফাইনালে ৩-১ গোলে জিতল বার্সেলোনা। স্প্য়ানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সা। রিয়াল মাদ্রিদের হয়ে সান্ত্বনার গোল রিয়ালের ফরাসি তারকা করিম বেঞ্জেমার।

1 / 8
স্প্যানিশ সুপার কাপে সুপার্ব জয় বার্সেলোনার। রিয়াধে স্প্য়ানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। (ছবি : টুইটার)

স্প্যানিশ সুপার কাপে সুপার্ব জয় বার্সেলোনার। রিয়াধে স্প্য়ানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। (ছবি : টুইটার)

2 / 8
এক পেশে ফাইনালে ৩-১ গোলে জিতল বার্সেলোনা। স্প্য়ানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সা। রিয়াল মাদ্রিদের হয়ে সান্ত্বনার গোল রিয়ালের ফরাসি তারকা করিম বেঞ্জেমার। (ছবি : টুইটার)

এক পেশে ফাইনালে ৩-১ গোলে জিতল বার্সেলোনা। স্প্য়ানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সা। রিয়াল মাদ্রিদের হয়ে সান্ত্বনার গোল রিয়ালের ফরাসি তারকা করিম বেঞ্জেমার। (ছবি : টুইটার)

3 / 8
বার্সেলোনার তরুণ ব্রিগেডের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। ম্য়াচের ৩৩ মিনিটে তরুণ মিডফিল্ডার গাবির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। (ছবি : টুইটার)

বার্সেলোনার তরুণ ব্রিগেডের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। ম্য়াচের ৩৩ মিনিটে তরুণ মিডফিল্ডার গাবির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। (ছবি : টুইটার)

4 / 8
প্রথমার্ধেই স্কোরলাইন ২-০ বার্সেলোনার পক্ষে। প্রথমার্ধের শেষ মুহূর্তে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান রবার্ট লেওয়ানডস্কি। (ছবি : টুইটার)

প্রথমার্ধেই স্কোরলাইন ২-০ বার্সেলোনার পক্ষে। প্রথমার্ধের শেষ মুহূর্তে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান রবার্ট লেওয়ানডস্কি। (ছবি : টুইটার)

5 / 8
প্রথমার্ধে পুরোপুরি বার্সার দাপট। ২-০ এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল। তবে একটি বার্সা, অন্য়টি রিয়ালের। (ছবি : টুইটার)

প্রথমার্ধে পুরোপুরি বার্সার দাপট। ২-০ এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল। তবে একটি বার্সা, অন্য়টি রিয়ালের। (ছবি : টুইটার)

6 / 8
ম্য়াচের ৬৯ মিনিটে বার্সার হয়ে ব্য়বধান ৩-০ করেন দলের আর এক তরুণ মিডফিল্ডার পেদ্রি। বার্সা শিবিরে তারুণ্যের জয়গান। (ছবি : টুইটার)

ম্য়াচের ৬৯ মিনিটে বার্সার হয়ে ব্য়বধান ৩-০ করেন দলের আর এক তরুণ মিডফিল্ডার পেদ্রি। বার্সা শিবিরে তারুণ্যের জয়গান। (ছবি : টুইটার)

7 / 8
বার্সেলোনা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান অবশ্য ক্লিনশিট রাখতে ব্যর্থ। ইনজুরি টাইমে রিয়াল মাদ্রিদের হয়ে একটি গোল শোধ করেন রিয়ালের অভিজ্ঞ স্ট্রাইকার করিম বেঞ্জেমা। (ছবি : টুইটার)

বার্সেলোনা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান অবশ্য ক্লিনশিট রাখতে ব্যর্থ। ইনজুরি টাইমে রিয়াল মাদ্রিদের হয়ে একটি গোল শোধ করেন রিয়ালের অভিজ্ঞ স্ট্রাইকার করিম বেঞ্জেমা। (ছবি : টুইটার)

8 / 8
তবে বার্সেলোনার তরুণ ব্রিগেড যে ভাবে পারফর্ম করল, তাতে বলাই যায়, ক্লাবের ভবিষ্যৎ উজ্জ্বল। হয়তো ফের বার্সেলোনার সোনালি সময় ফিরতে পারে। (ছবি : টুইটার)

তবে বার্সেলোনার তরুণ ব্রিগেড যে ভাবে পারফর্ম করল, তাতে বলাই যায়, ক্লাবের ভবিষ্যৎ উজ্জ্বল। হয়তো ফের বার্সেলোনার সোনালি সময় ফিরতে পারে। (ছবি : টুইটার)

Next Photo Gallery