Bangla NewsPhoto gallery Barcelona lost to Bayern Munich to miss out on the knockout stages of the Champions League
Champions League: বায়ার্ন ঝড়ে চ্যাম্পিয়ন্স লিগ শেষ জাভির বার্সার
আলিয়ানজ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে বুধবার গভীর রাতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের (Bayern Munich) মুখে নেমেছিল জাভি হার্নান্ডেজের বার্সেলোনা (Barcelona)। কাতালানদের জন্য এই ম্যাচটা ছিল কার্যত মরণ-বাঁচন ম্যাচ। কিন্তু কোথায় কী! লেওয়ানডস্কিদের সামনে টিকতেই পারলেন না জর্ডি আলবারা। ই গ্রুপের শেষ ম্যাচে ০-৩ গোলে হেরে গেল বার্সা। ২০ বছরে এই প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল বার্সেলোনাকে। ২০০০-০১ মরসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হলো কাতালানরা। পাঁচ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এ বার ফেব্রুয়ারিতে ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে অফে খেলবে। গ্রুপ-ই থেকে বায়ার্নের পাশাপাশি বেনফিকা যাচ্ছে নকআউটে।