Champions League: বায়ার্ন ঝড়ে চ্যাম্পিয়ন্স লিগ শেষ জাভির বার্সার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 09, 2021 | 9:43 AM

আলিয়ানজ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে বুধবার গভীর রাতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের (Bayern Munich) মুখে নেমেছিল জাভি হার্নান্ডেজের বার্সেলোনা (Barcelona)। কাতালানদের জন্য এই ম্যাচটা ছিল কার্যত মরণ-বাঁচন ম্যাচ। কিন্তু কোথায় কী! লেওয়ানডস্কিদের সামনে টিকতেই পারলেন না জর্ডি আলবারা। ই গ্রুপের শেষ ম্যাচে ০-৩ গোলে হেরে গেল বার্সা। ২০ বছরে এই প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল বার্সেলোনাকে। ২০০০-০১ মরসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হলো কাতালানরা। পাঁচ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এ বার ফেব্রুয়ারিতে ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে অফে খেলবে। গ্রুপ-ই থেকে বায়ার্নের পাশাপাশি বেনফিকা যাচ্ছে নকআউটে।

1 / 4
ম্যাচের ৩৪ মিনিটে রবার্ট লেওয়ানডস্কির পাস থেকে প্রথম গোল করে বায়ার্নকে এগিয়ে দেন থমাস মুলার (Thomas Muller)।

ম্যাচের ৩৪ মিনিটে রবার্ট লেওয়ানডস্কির পাস থেকে প্রথম গোল করে বায়ার্নকে এগিয়ে দেন থমাস মুলার (Thomas Muller)।

2 / 4
৪৩ মিনিটে কিংসলে কোমানের পাস থেকে স্কোরলাইন ২-০ করেন লেরয় সানে (Leroy Sane)।

৪৩ মিনিটে কিংসলে কোমানের পাস থেকে স্কোরলাইন ২-০ করেন লেরয় সানে (Leroy Sane)।

3 / 4
প্রথমার্ধেই ২-০ পিছিয়ে পড়ে বার্সা। মুলারদের বিরুদ্ধে যেন কোনও প্রতিরোধই করতে পারেনি জাভির দল।

প্রথমার্ধেই ২-০ পিছিয়ে পড়ে বার্সা। মুলারদের বিরুদ্ধে যেন কোনও প্রতিরোধই করতে পারেনি জাভির দল।

4 / 4
৬২ মিনিটে আলফানসো ডেভিসের (Alphonso Davies) পাস থেকে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জামাল মুসিয়ালা (Jamal Musiala)।

৬২ মিনিটে আলফানসো ডেভিসের (Alphonso Davies) পাস থেকে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জামাল মুসিয়ালা (Jamal Musiala)।

Next Photo Gallery
Indian Food: বিয়ের মেনু স্পেশ্যাল হওয়া উচিত! টুইস্ট আনতে বেছে নিন এইসব রাজ্যের বিশেষ পদ
Amla Murabba: শীতকালে সর্দি-কাশি-ফ্লু থেকে বাঁচতে নিয়মিত আমলার মোরাব্বা খান! কীভাবে বানাবেন, দেখুন ছবিতে…