
লা লিগায় (La Liga) শীর্ষস্থান ধরে রাখল জাভি হার্নান্ডেজের বার্সেলোনা। ঘরোয়া লিগে টানা সপ্তম ম্যাচে জিতল বার্সা। ঘরের মাঠে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারাল বার্সেলোনা। (ছবি : টুইটার)

ম্যাচের একমাত্র গোলটি করেন পেড্রি। জিতে শীর্ষস্থান ধরে রাখলেও একঝাঁক চিন্তা থাকলোই বার্সা (Barcelona) শিবিরে। বিশেষত আক্রমণভাগ নিয়ে। (ছবি : টুইটার)

সেল্টার বিরুদ্ধে জোড়াতালি দিয়ে রক্ষণভাগ সাজিয়েছিল বার্সেলোনা। রক্ষণভাগে তিন লেফ্ট ব্যাক। রাইট ব্যাকে খেলেন আলেজান্দ্রো বাল্ডে। মার্কোস অলন্সো সেন্ট্রাল ডিফেন্সে খেলেন। এরপরও ক্লিনশিট রাখতে সক্ষম হয় তারা। (ছবি : টুইটার)

ম্যাচের একমাত্র গোল করেন পেড্রির। প্রতিপক্ষ ডিফেন্ডার উনাই নুনেজের ভুলের সুযোগ নেন বার্সা স্ট্রাইকার পেড্রি (Pedri)। (ছবি : টুইটার)

সেল্টাও (Celta Vigo) বেশ কিছু গোলের সুযোগ পায়। যদিও কোনওরকমে পরিস্থিতি সামাল দেয় বার্সা রক্ষণ। বেশ কিছু গোল বাঁচান আন্দ্রে টের স্টেগান। (ছবি : টুইটার)