TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Oct 18, 2021 | 7:32 PM
গ্রিসের কেরিন্থ ক্যানেল ভেসে চলেছে এক বিলাসবহুল প্রমোদরতরী। ছবি সৌজন্যে ফেসবুক।
স্পেনের শহর বার্সেলোনার অপরূপ সুন্দর দৃশ্য। ছবি সৌজন্যে ফেসবুক।
বরফের চাদরে ঢাকা নরওয়ের লোফোটেন। ছবি সৌজন্যে ফেসবুক।
জনপ্রিয় ভ্রমণকেন্দ্র ইন্দোনেশিয়ার বালি। ছবি দেখেই যেন ছুটে চলে যেতে চায় মন। ছবি সৌজন্যে ফেসবুক।
সূর্যোদয়ের দেশ জাপানের মনেরম দৃশ্য মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। ছবি সৌজন্যে ফেসবুক।
জ্যোৎসা মাখা ব্রিটেনর মায়াবী বোর্নমাউথ সমুদ্র সৈকত। ছবি সৌজন্যে ফেসবুক।