Sarees of India: বিয়ের মরসুমে শাড়ি কিনবেন, কিন্তু কোন রাজ্যের বিখ্যাত শাড়ির নাম জানা নেই?
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 23, 2022 | 10:14 PM
Regional Sarees of India: সারা বিশ্বে সবচেয়ে বেশি আকর্ষণীয় পোশাক হলে ভারতীয়দের ঐতিহ্যবাহী শাড়ি। নজরকাড়া রঙ ও ডিজাইনে সমৃদ্ধ ও বৈচিত্র্যের কারণে এই ধরনের পোশাককে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় অন্য মাত্রায় জনপ্রিয়তা লাভ করেছে। শাড়ির বেশে সব নারীকেই লাগে অনন্য সুন্দরী। বিয়ের মরসুমে শাড়ি কিনতে যাওয়ার আগে জেনে নিন, ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত সব শাড়ির নাম।
1 / 7
সারা বিশ্বে সবচেয়ে বেশি আকর্ষণীয় পোশাক হলে ভারতীয়দের ঐতিহ্যবাহী শাড়ি। নজরকাড়া রঙ ও ডিজাইনে সমৃদ্ধ ও বৈচিত্র্যের কারণে এই ধরনের পোশাককে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় অন্য মাত্রায় জনপ্রিয়তা লাভ করেছে। শাড়ির বেশে সব নারীকেই লাগে অনন্য সুন্দরী। বিয়ের মরসুমে শাড়ি কিনতে যাওয়ার আগে জেনে নিন, ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত সব শাড়ির নাম।
2 / 7
উত্তর প্রদেশের বেনারসি শাড়ি: ভারতে তো বটেই, আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়াতেও বেনারসি শাড়ির দারুণ সুনাম রয়েছে। বেনারস থেকে তৈরি শাড়ি সোনা , রূপোর জরির সূচিকর্মের জন্য বিখ্যাত। ভারতের সেরা শাড়ি সাধারণত বিয়ের অনুষ্ঠানে পরে থাকেন মহিলারা। সিল্কের উপর সূক্ষ্ম বুনন রাজকীয় ও ট্র্যাডিশনাল নিদর্শনকে ফুটিয়ে তোলে।
3 / 7
মধ্যপ্রদেশের চান্দেরি শাড়ি- মধ্যপ্রদেশের চান্দেরি শহরে তৈরি চান্দেরি শাড়িতে খাঁটি সিল্ক ব্যবহার করা হয়। এই শাড়ির বৈশিষ্ট্য হল, এর সোনালি ও রুপালী ব্রোকেডের কাজ করা থাকে। হ্যান্ডক্রাফ্ট এই শাড়ি অত্যন্ত ফ্যাশনেবল ও আরামদায়ক সিল্কের সঙ্গে নিখুঁত ডিজাইনের কাজ করা থাকে।
4 / 7
রাজস্থানের লেহেরিয়া শাড়ি: বাঁধনি শাড়ির সঙ্গে অনেক মিল থাকলেও এর একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই ধরনের শাড়ি টাই ও ডাই পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়। পার্থক্য হল শাড়ি বাঁধার পদ্ধতি আলাদা। রঙ দেওয়ার পর শাড়ির ডিজাইন হয় ক্যালিডোস্কোপিক ওয়েভ প্যাটার্নে।
5 / 7
লখনউয়ের চিকনকারি শাড়ি- চিকনকারি হল অত্যন্ত প্রাচীন একটি হ্যান্ডক্রাফট সেলাই। সুতোর কাজ করা বিভিন্ন ডিজাইনের মধ্যে এই পদ্ধতি হল সেরা। সুন্দর সুন্দর সেলাই করা শাড়ি যে কোনও সময়ের জন্যই শ্রেষ্ঠ।
6 / 7
তামিলনাড়ুর কাঞ্চিভরম শাড়ি- কাঞ্চীপুরমের তাঁতিরা এই শাড়ি বোনার সময় খাঁটি তুঁত সিল্ক ব্যবহার করেন। দক্ষিণ ভারতের মন্দিরের গায়ের নকসার অনুকরণে শাড়িগুলি ডিজাইন করা থাকে। ভারতের সবচেয়ে সুন্দরতম আঞ্চলিক শাড়িগুলির মধ্যে একটি।
7 / 7
ওড়িশার সম্বলপুরি শাড়ি- সম্বলপুরি ইকত শাড়ি তৈরি হয় ওড়িশার সম্বলপুর জেলায়। ক্লাসিক হ্যান্ডলুম শাড়িগুলিতে সাধারণ ইকত বুননের সঙ্গে সুন্দর সুন্দর ডিজাইন করা থাকে। এমব্রয়ডারি করা মোটিফ দেওয়া সুতির ও সিল্ক, উভয় স্টাইলের শাড়িই পাওয়া যায়।