
পৃথিবীর স্বর্গে শরতের ছোঁয়া লেগে গেছে। এই সময় এক অন্য রূপ দেখা যায় ভারতের সুইজারল্যান্ডের।

গাছ থেকে টপ টপ করতে ঝরতে থাকে চিনার পাতা। আখরোট গাছের রঙ হঠাৎ করেই হলুদ হয়ে যায়। আর কাশ্মীরের পথ দখল করে এই শুকিয়ে যাওয়া পাতা।

থাকে না কুয়াশা। পরিষ্কার নীল আকাশে ঝলমলিয়ে ওঠে হিমালয় পর্বত।

এই সময় শিকারোয় বসে উপভোগ করা যায় ডাল লেক। ডাল লেকের ধারে ধারে পড়ে থাকে চিনার পাতা।

আর যদি পাহাড়ের ওপর থেকে হিমালয়ের কোলে কাশ্মীরের মনোরম দৃশ্য দেখতে চান, তাহলে সোজা চলে যান পাটনিটপ। তার কাছেই রয়েছে চেনাব নদী, যার দৃশ্য শরতের হয়ে ওঠে আরও মনোরম।

এই সময় কাশ্মীর বেড়াতে গেলে ভুলেও মিস করবেন না কাশ্মীরের গার্ডেনগুলি। পর্যটকদের মধ্যে ভীষণ জনপ্রিয় কাশ্মীরের এই গার্ডেনগুলি।