Beauty Teas: ত্বক ও চুলের পরিচর্চায় রোজ পান করুন এই ৫ ভেষজ চা!
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Sep 09, 2021 | 10:23 PM
সৌন্দর্য বজায় রাখার জন্য অনলাইনে ট্রেন্ডিং টোটকাগুলি আমরা হামেশাই সার্চ করি। সামগ্রিক ত্বকের যত্ন ও চুলের যত্নের জন্য আমরা প্রাচীন কাল থেকেই নানান ঘরোয়া টোটকা ব্যবহার করে আসছি। জেড রোলার থেকে শুরু করে ড্রাই ব্রাশিং, তেল মাসাজ করা, এই সবই সৌন্দর্যের আসল রহস্য হিসেবে মনে করা হয়।
1 / 6
চুলে বা মুখের ত্বককে সুস্থ ও সতেজ রাখার এক অনন্য ও অন্যতম উপায় হল চা পান করা। স্কিনকেয়ারের জন্য নানান ভেষজ চা যে অনেক কাজে লাগে তা এখানে আলোচনা করা হল।
2 / 6
ড্যান্ডেলিয়ন চা: চুল ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে এই ভেষজ চা অতি পরিচিত। অত্যন্ত তেঁতো একটি চা হলেও এর গুণাবলী রয়েছে অশেষ। পিত্তের ইস্ট্রোজেনকে ডিটক্স ও লিভারকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3 / 6
গ্রিন টি: সুস্থ থাকতে যেমন গ্রিন টি উপাদেয়, তেমন ত্বককে সুস্থ রাখতেও গ্রিন টির গুণ রয়েছে হাজারো। ত্বকের ফ্রি র্যাডিক্যাল কমিয়ে ত্বকের ক্ষতি থেকে রক্ষা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিজেন। যা ত্বক পরিস্কার ও কোমল করতে সাহায্য করে।
4 / 6
পুদিনার চা: স্পার্মিন্ট চা হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ব্রণের প্রবণতা কমায়। ব্রণের জন্য এই চা অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়। নিয়মিত এই ভেষজ চা খেলে হরমোন বিশেষ করে টেস্টোস্টেরন নিয়ন্ত্রণ করা সম্ভব।
5 / 6
রোজ টি: প্রাকৃতিক রেটিনল হিসেবে রোজ টি অত্যন্ত উপকারী। সূর্যের অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে লড়াই করে। বলিরেখা ও নিস্তেজ ত্বককে সতেজ করতে এই চা সহায়তা করে।
6 / 6
হিবিস্কাস চা: এই চায়ে রয়েছে ভিটামিন এ, বি ১, বি ২. সি ও জিঙ্ক ও আয়রন। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য অতি প্রয়োজনীয়। চুলকে নরম সিল্কি রাখতে বিশেষ ভূমিকা পালন করে।