Vastu Remedies 2022: রাতারাতি ধনী হতে চান? আর্থিক সমস্যা মেটাতে বাড়ির সামনে রাখুন এই ছোট্ট জিনিস
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 09, 2022 | 9:40 AM
Yellow Mustard Remedies: জীবনে অর্থের সমস্যা থেকে মুক্তি পেতে হলুদ সরিষার সঙ্গে যুক্ত কিছু কাজ প্রতিকার হিসেবে গ্রহণ করতে পারেন। বাস্তুশাস্ত্র মতেও হলুদ সরষের গুরুত্ব রয়েছে ব্যাপক।
1 / 7
প্রত্যেকেই জীবনে উন্নতি, সুখ, সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে। এর জন্য চাই কঠোর পরিশ্রম করে। কিন্তু কোনও এক অজানা কারণে শ্রমের সম্পূর্ণ পুরস্কার উপলব্ধি করা হয় না। তার প্রভাব পড়ে অর্থনৈতিক অবস্থার উপর। এই ধরনের আর্থিক সংকটে থাকা ব্যক্তিরা পরিশ্রমী কাজের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও বিশ্বাস করে থাকেন।
2 / 7
জ্যোতিষশাস্ত্র সুখী অস্তিত্বের জন্য বিভিন্ন ধরণের সমাধানের উপায় বাতলে দিয়েছে। এই পদক্ষেপগুলি জীবনে যে কোনও অসুবিধা বা সমস্যা দেখা দিতে পারে তা কাটিয়ে উঠতে নেওয়া যেতে পারে। জীবনের অন্য সমস্ত প্রচেষ্টায় সাফল্যও সম্ভব। জীবনে অর্থের সমস্যা থেকে মুক্তি পেতে হলুদ সরিষার সঙ্গে যুক্ত কিছু কাজ প্রতিকার হিসেবে গ্রহণ করতে পারেন। বাস্তুশাস্ত্র মতেও হলুদ সরষের গুরুত্ব রয়েছে ব্যাপক।
3 / 7
কোনও আর্থিক সমস্যা সমাধানের জন্য, হলুদ সরষে বিশেষভাবে ভাগ্যবান বলে মনে করা হয়। হলুদ সরষে বাড়িতে আর্থিক সমস্যার প্রতিকার হিসেবে কাজ করে থাকে। সাধারণভাবে নেওয়া ঋণের পরিমাণ কমায়। যদি আর্থিক অবস্থার উন্নতি চান তবে কোনও এক শুক্লপক্ষের বৃহস্পতিবার বিশেষ পদক্ষেপ নেওয়ার সর্বশ্রেষ্ঠ দিন। এই নিরাময় করতে শুক্লপক্ষে আসন্ন বৃহস্পতিবার গঙ্গাজল নিন, তারপর হলুদ সরষে দিয়ে শুদ্ধ করতে গঙ্গাজল ব্যবহার করুন।
4 / 7
কিছু হলুদ সরিষা এবং কর্পূর একসঙ্গে রেখে দিন ও একটি হলুদ কাপড়ে মিশ্রণটি রেখে গিঁট বেধে দিন। ছোট্ট পুঁটলিটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন। পরিবারের আর্থিক সমস্যা মিটে যেতেপারে এই উপায়ে। শুধু তাই নয় জীবনে সুখ ও শান্তি বিরাজ করে।
5 / 7
বাড়ির মূল ফটকের চারপাশে হলুদ সরষে ছড়িয়ে রাখলে তা সৌভাগ্যের বলে মনে করা হয়। সোমবার, বৃহস্পতিবার, রবিবার, হলুদ সরষে ব্যবহার করতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে এই নিরাময়কেও উপযুক্ত বলে গণ্য করা হয়। যদি চান প্রতিদিন এই কাজ সম্পন্ন করতে পারেন। এর জন্য, সকালে প্রধান গেটে গিয়ে কিছু হলুদ সরষে ছড়িয়ে রাখুন। এমনটা করলে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। বাড়ির সদস্যদের আর্থিক সমস্যা মিটে গিয়ে প্রভাবশালী ও মহান শক্তি হওয়ার আশীর্বাদ পেতে পারেন।
6 / 7
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ব্যবসা এবং চাকরি সংক্রান্ত যে কোনও সমস্যা সমাধানের জন্য এই জাতীয় শস্য জলে ফেলে দেওয়া উচিত। এতে করে উন্নতির পথ পরিষ্কার হয় ও গৃহের সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ব্যবসা এবং চাকরি সংক্রান্ত সমস্যার সমাধানেও এই উপায় দারুণ কার্যকরী।
7 / 7
ব্যবসা ও কর্মক্ষেত্রে সাফল্যের চূড়ায় থাকতে বাড়ির মাথায় কিছু হলুদ সরষের দানা ছড়িয়ে দিন। তারপর সেই দানাগুলি জলে বা বাড়ির বাইরে কোথাও ফেলে দিন। এতে করে উন্নতির পথ পরিষ্কার হয়, গৃহের সমৃদ্ধি ও শান্তি বিরাজ হয় দ্বিগুণ উপায়ে।