এই মুহূর্তে শাহরুখ খানের ছবি 'পাঠান' চর্চায়। ছবির একটি গান 'বেশরম রঙ' নিয়ে চলছে জোর চর্চা। তবে এই প্রথম নয় অতীতেও শাহরুখের বিভিন্ন ছবিকে ঘিরে হয়েছে নানা চর্চা।
'মাই নেম ইজ খান' ছবি নিয়ে হয়েছিল জোর চর্চা। ছবিটিকে ঘিরে প্রতিবাদ জানিয়েছিল শিবসেনা। উঠেছিল ছবিটি ব্যানের দাবি।
'রইস' ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল শিয়া সম্প্রদায়ের মানুষ। শাহরুখের বিরুদ্ধে উঠেছিল বয়কটের ডাক।
জিরো ছবিতে শাহরুখ খানের হাতে কিরপান নিয়ে প্রশ্ন তুলেছিল শিখ সম্প্রদায়। হয়েছিল বিস্তর সমালোচনা।
শুধু ধর্মই নয়, 'ওম শান্তি ওম' ছবিতে মনোজ কুমারকে নকল করায় গোটা টিমকে তুলোধনা করেছিলেন অভিনেতা।