বাবা সুব্রত ভট্টাচার্যর (Subrata Bhattacharya) ফোন থেকে লুকিয়ে নম্বর নেওয়া। একটা মেসেজ। কিশোর সুনীল ছেত্রীর সঙ্গে ফ্যান হিসেবে দেখা করতে চেয়েছিলেন সোনম ভট্টাচার্য (Sonam Bhattacharya)। (ছবি : ফেসবুক)
সেই থেকে শুরু। জাতীয় দল হোক কিংবা ক্লাব। ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীর (Sunil Chhetri) সাফল্যের সফরে সঙ্গী সোনমও। (ছবি : ফেসবুক)
দেখা করা গড়িয়েছে ভালোবাসায়। তারপর বিয়ে। মাঠে সুনীলের অনবদ্য পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে সোনমের ভালোবাসার ছোঁয়াও। (ছবি : ফেসবুক)
দেশের হয়ে ১৩১টি ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী। গোল করেছেন ৮৪টি। সক্রিয় ফুটবলারদের মধ্যে গোল সংখ্যায় রোনাল্ডো, মেসির পরই রয়েছেন সুনীল ছেত্রী। (ছবি : টুইটার)
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে অনবদ্য পারফর্ম করেছেন সুনীল। এই প্রতিযোগিতাতেই গোল সংখ্যায় ছুঁয়েছেন কিংবদন্তি (Legend) ফেরেন্স পুস্কাসকে। সম্প্রতি তাঁর নেতৃত্বে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু এফসি। (ছবি : টুইটার)