Bangla NewsPhoto gallery Behind of Indian Captain Sunil Chhetri's success is also his wife Sonam
Sunil Chhetri: সুনীল সাফল্যের সফরে সঙ্গী সোনমও
বাবা সুব্রত ভট্টাচার্যর ফোন থেকে লুকিয়ে নম্বর নেওয়া। একটা মেসেজ। কিশোর সুনীল ছেত্রীর সঙ্গে ফ্যান হিসেবে দেখা করতে চেয়েছিলেন সোনম ভট্টাচার্য। সেই থেকে শুরু। ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীর সাফল্যের সফরে সঙ্গী সোনমও। দেখা করা গড়িয়েছে ভালোবাসায়। তারপর বিয়ে। মাঠে সুনীলের অনবদ্য পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে সোনমের ভালোবাসার ছোঁয়াও।