
শাশুড়ি-বউমা'র কূটকচালি আর দু-তিনটে বিয়ে ও পরকীয়ার প্লটের মাঝেই যেন মুক্ত বাতাসের মতো এসেছে স্টার জলসার ধারাবাহিক আয় তবে সহচরী। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এক মধ্যবয়সী গৃহবধু আর তাঁর না পূরণ হওয়া স্বপ্ন নিয়েই এগচ্ছে ধারাবাহিকের ট্র্যাক। ধারাবাহিক তো দেখেন টিভিতে, আর তাঁর বিহাইন্ড দ্য সিন অর্থাৎ অন্দরকাহিনী? দেখে নিন ছবিতে...

ধারাবাহিকে এখন বিয়ের মরসুম। তাই বাড়ির সবাই ভীষণ ব্যস্ত।

ধারাবাহিকে সহচরী অর্থাৎ কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের ছেলের সঙ্গে বিয়ে হতে চলেছে বরফি ওরফে অরুণিমা হালদারের।

মা হওয়ার পর আবারও ধারাবাহিকে কামব্যাক করলেন কনীনিকা।

ধারাবাহিকে সহচরীর ছেলে রৌদ্রর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।

স্বামীর ভূমিকায় রয়েছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। বিয়ের পাশাপাশি আরও এক সাব প্লটে এগচ্ছে ধারাবাহিকটি

ধারাবাহিক বলছে, কনীনিকা কলেজে ভর্তি হবেন, যদিও বাড়ির সবার অলক্ষ্যে। ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগেই বিপত্তি। সব মিলিয়ে টানটান পর্ব।

ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া জাগিয়েছে এই ধারাবাহিক। টিআরপির পরীক্ষা কি পাশ করতে পারবে দুই সহচরী? বলবে সময়...