Happy Birthday Dia Mirza: মা হওয়ার পর প্রথম জন্মদিন, দিয়া মির্জার কাছে কতটা স্পেশ্যাল?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 09, 2021 | 7:37 AM

Happy Birthday Dia Mirza: মা হওয়ার পর নিজের মাকে আরও বেশি করে বুঝতে শিখেছেন দিয়া। তাই এ বারের জন্মদিন মাকে আলাদা করে সে কথা জানাতে চান তিনি।

1 / 7
কয়েক মাস আগে মা হয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। জন্মের পরই তাঁর পুত্র সন্তান আভ্যান অসুস্থ হয়ে পড়ে। সে খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন দিয়া স্বয়ং।

কয়েক মাস আগে মা হয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। জন্মের পরই তাঁর পুত্র সন্তান আভ্যান অসুস্থ হয়ে পড়ে। সে খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন দিয়া স্বয়ং।

2 / 7
মা হওয়ার পর প্রথম জন্মদিন দিয়ার। আজ তিনি বার্থ ডে গার্ল। এই বছরের জন্মদিন আক্ষরিক অর্থেই স্পেশ্যাল তাঁর কাছে।

মা হওয়ার পর প্রথম জন্মদিন দিয়ার। আজ তিনি বার্থ ডে গার্ল। এই বছরের জন্মদিন আক্ষরিক অর্থেই স্পেশ্যাল তাঁর কাছে।

3 / 7
মা হওয়ার পর নিজের মাকে আরও বেশি করে বুঝতে শিখেছেন দিয়া। তাই এ বারের জন্মদিন মাকে আলাদা করে সে কথা জানাতে চান তিনি। ধন্যবাদ শব্দটা বড্ড ছোট এই জার্নির জন্য। অভিনেত্রী জানিয়েছেন, মা ছিলেন বলেই, তিনি আছেন, এই বোধ নিজে মা হওয়ার পর আরও স্পষ্ট হয়েছে তাঁর।

মা হওয়ার পর নিজের মাকে আরও বেশি করে বুঝতে শিখেছেন দিয়া। তাই এ বারের জন্মদিন মাকে আলাদা করে সে কথা জানাতে চান তিনি। ধন্যবাদ শব্দটা বড্ড ছোট এই জার্নির জন্য। অভিনেত্রী জানিয়েছেন, মা ছিলেন বলেই, তিনি আছেন, এই বোধ নিজে মা হওয়ার পর আরও স্পষ্ট হয়েছে তাঁর।

4 / 7
ছেলেকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার পর দিয়া জানান, মনুষ্যত্ব, প্রার্থনার শক্তি তিনি শিখেছেন ছেলের কাছ থেকে। সন্তান তাঁদের জীবন পূর্ণ করেছে। পরিবারের সকলে এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন। সে কারণেই ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ছেলেকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার পর দিয়া জানান, মনুষ্যত্ব, প্রার্থনার শক্তি তিনি শিখেছেন ছেলের কাছ থেকে। সন্তান তাঁদের জীবন পূর্ণ করেছে। পরিবারের সকলে এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন। সে কারণেই ধন্যবাদ জানিয়েছেন তিনি।

5 / 7
দিয়া একা নন, যে সব অভিভাবক এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তাঁদের শক্ত থাকতে অনুরোধ করেছেন তিনি। ভাল দিন আসবেই, তার অপেক্ষায় থাকার শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। এ বছরের জন্মদিন সন্তানকে আঁকড়ে কাটবে তাঁর।

দিয়া একা নন, যে সব অভিভাবক এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তাঁদের শক্ত থাকতে অনুরোধ করেছেন তিনি। ভাল দিন আসবেই, তার অপেক্ষায় থাকার শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। এ বছরের জন্মদিন সন্তানকে আঁকড়ে কাটবে তাঁর।

6 / 7
চলতি বছরেই দ্বিতীয় বার বিয়ে করেন দিয়া। তাঁর স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। বিয়ের এক মাসের মধ্যেই বৈভবের প্রথম পক্ষের সন্তানকে সঙ্গে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে যান দম্পতি। সেখান থেকেই তাঁর সন্তান সম্ভবনার খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন।

চলতি বছরেই দ্বিতীয় বার বিয়ে করেন দিয়া। তাঁর স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। বিয়ের এক মাসের মধ্যেই বৈভবের প্রথম পক্ষের সন্তানকে সঙ্গে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে যান দম্পতি। সেখান থেকেই তাঁর সন্তান সম্ভবনার খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন।

7 / 7
সাহিল সঙ্ঘর সঙ্গে ১১ বছরের দাম্পত্যে বিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু করেছেন দিয়া। মা হয়েছেন, তাই তাঁর দায়িত্ব অনেক বেশি। আপাতত প্রায়োরিটি সন্তান। ছেলে বড় বলে ফের কাজে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন নায়িকা।

সাহিল সঙ্ঘর সঙ্গে ১১ বছরের দাম্পত্যে বিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু করেছেন দিয়া। মা হয়েছেন, তাই তাঁর দায়িত্ব অনেক বেশি। আপাতত প্রায়োরিটি সন্তান। ছেলে বড় বলে ফের কাজে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন নায়িকা।

Next Photo Gallery