
আনন্দের উৎসব। শারদোৎসবে মেতে বাংলা ও বাঙালি। সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে তা আরও বেড়ে যায়। (ছবি : নিজস্ব)

বেলেঘাটা মেরিনার্সও সেটাই করল। যারা অনাথ আশ্রমে থাকে, তারাই বা পুজোর আনন্দ থেকে বঞ্চিত হবে কেন! (ছবি : নিজস্ব)

বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তারা নতুন পোশাক পরবে না কেন! এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছিল মেরিনার্সরাও। উত্তরও তাদের কাছেই ছিল। (ছবি : নিজস্ব)

কেষ্টপুরের একটি অনাথ আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটালো বেলেঘাটা মেরিনার্স। দুর্গা পুজো উপলক্ষ্যে তুলে দেওয়া হল নতুন পোশাক। (ছবি : নিজস্ব)

বিশেষ উপহারে উচ্ছ্বসিত শিশুরাও। এই হাসি মুখ গুলোই উৎসবে আনন্দ দেয়। বেলেঘাটা মেরিনার্সের সদস্যদেরও কাছেও তৃপ্তির, এই হাসি মুখগুলোই। (ছবি : নিজস্ব)