আনন্দের উৎসব। শারদোৎসবে মেতে বাংলা ও বাঙালি। সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে তা আরও বেড়ে যায়। বেলেঘাটা মেরিনার্সও সেটাই করল। যারা অনাথ আশ্রমে থাকে, তারাই বা পুজোর আনন্দ থেকে বঞ্চিত হবে কেন! বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তারা নতুন পোশাক পরবে না কেন! এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছিল মেরিনার্সরাও। উত্তরও তাদের কাছেই ছিল। কেষ্টপুরের একটি অনাথ আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটালো বেলেঘাটা মেরিনার্স। দুর্গা পুজো উপলক্ষ্যে তুলে দেওয়া হল নতুন পোশাক। বিশেষ উপহার উচ্ছ্বসিত শিশুরাও। এই হাসি মুখ গুলোই উৎসবে আনন্দ দেয়।